সোশ্যাল মিডিয়ায় আল্ট্রা সাউন্ডের ভিডিও! তবে কি আবার মা হতে চলেছেন শুভশ্রী? জানুন

একমাত্র ছেলের পঞ্চম জন্মদিনে একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! যা দেখে সকলেই জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ইউভানকে। কেরিয়ারের শুরু থেকেই অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চান। একজন আদর্শ মা হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তিনি।

সেইমতোই ছিল সমস্ত পরিকল্পনা। ২০২০ সালের জন্ম হয় তার প্রথম সন্তান ইউভানের। তাকে পেয়ে যেন পৃথিবীর সমস্ত সুখ পেয়েছিলেন এই অভিনেত্রী। সন্তান গর্ভে আসার সময় থেকে জন্ম দেওয়া পর্যন্ত তিনি তার সমস্ত যাত্রা ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। কখনোই সন্তানকে দর্শকদের থেকে দূরে রাখেননি তিনি।

আরও পড়ুন,
আমিষ থেকে শুরু করে মদ্যপান বর্জন, সম্পূর্ণ সাত্ত্বিক জীবনযাপন শুরু করেছেন রনবীর! নেপথ্যে লুকিয়ে কোন বিশেষ কারণ? জেনে নিন

তার সেই হৃদয়ের টুকরো আজ পাঁচ বছর পূর্ণ করলো। তাকে হাত ধরে হাঁটতে শেখানো শুরু করে স্কুলে পাঠানো সবমিলিয়ে দুর্দান্ত একটি যাত্রা অতিক্রম করেছেন রাজ এবং শুভশ্রী। তাইতো তাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ। সম্প্রতি যেই ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে আল্ট্রা সাউন্ডের ছবি থেকে শুরু করে ছেলেকে স্কুলে পাঠানো পর্যন্ত সমস্ত দৃশ্য রয়েছে।

আরও পড়ুন,
‘দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই’, বিচ্ছেদের পর প্রথমবার মুখ খুললেন তমন্না ভাটিয়া!

টুকরো টুকরো স্মৃতিগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি ইউভান ডে। পঞ্চম জন্মদিন। আমার জীবন, আমার সবকিছু।’ এই পোস্ট দেখার পর সেখানে ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক থেকে শুরু করে নুসরাত জাহান প্রমুখ।

উল্লেখ্য, ছেলেকে ভীষণ ভীষণ ভালোবাসেন শুভশ্রী। তবে তারা পরিকল্পনা করে রেখেছিলেন ছেলের যখন তিন বছর বয়স হবে তাকে খেলার সঙ্গী হিসেবে ভাই বা বোন এনে দেবেন। সেই মতোই তিন বছর পর জন্ম হয় তার কন্যা সন্তান ইয়ালিনীর। এই দু’জনকে নিয়ে তাদের জীবনে সুখ যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে উঠেছে।

error: Content is protected !!