Subhasree: সম্প্রতি এবার স্নিগ্ধতায় ভরা সাজে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। তার সেই সোনালী সাজে চোখ আটকেছে নেটিজেনদের। এই রূপে তাকে দেখার পর চোখ সরাতে পারছেন না ভক্তরা। আসলে সময় যতই যাচ্ছে ততই যেন অভিনেত্রীর সৌন্দর্য্যে নতুনত্ব আসছে।
কখনো ভারতীয় নারীর সাজ আবার কখনো ওয়েস্টার্ন পোশাক সবেতেই সাবলীল এই অভিনেত্রী। নিত্যদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তার নানান লুকের ছবি। কখনো শাড়িতে আবার কখনো অন্য পোশাকে। আর তাকে দেখে রীতিমতো বন্যা বয়ে যায় প্রশংসার।
সম্প্রতি সেরকমই কিছু ছবি পোস্ট করেছেন তিনি। এখানেও তাকে অন্যরকমভাবে দেখা গিয়েছে। তার পরনে রয়েছে সোনালী রঙের স্লিভলেস আনারকলি, যেখানে উন্মুক্ত হয়েছে বক্ষ বিভাজিকা। এক কথায় তিনি লাবণ্য ছড়িয়েছেন এই ছবিগুলি পোস্ট করে। আর ক্যাপশনে লিখেছেন, ‘সোনালী।’
তাকে দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে তার বয়স বাড়ছে না বরং কমছে। এছাড়াও আরো মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘হইচই’এর ‘অনুসন্ধান’ নামক ওয়েবসিরিজে।
যেখানে কারাগারের ভেতরে এক নারকীয় দৃশ্যের অনুসন্ধান করতে যাবে সিরিজের নায়িকা সাংবাদিক। সেখানে গিয়ে তাকে সমাজের কোন অন্ধকার দিকের সম্মুখীন হতে হয় সেই নিয়েই এগোবে গল্প। তবে এখানেই শেষ নয়, এই সিরিজের পর তাকে দেখা যাবে কৌশিক গাঙ্গুলীর অন্য একটি সিনেমায় যার নাম ‘ওয়েটিং রুম।’
বিনোদন
‘এই একজন গাঙ্গুলিকেই ভালো লাগে’, দেবের মন্তব্যে নতুন বিতর্ক
#Subhasree #Tollywood
