Subhasree: নতুন বছরেই আগেই মুক্তি পেতে চলেছে পরিচালক সৃজিত মুখার্জির বহু প্রতীক্ষিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীর উপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে (Subhasree)। তারই প্রচার চলছে জোরকদমে।
সম্প্রতি, প্রচারের অংশ হিসেবে একটি বিশেষ ফটোশ্যুট করেছেন তিনি, যেখানে তার রাজকীয় এবং ঐতিহ্যবাহী সাজ মুগ্ধ করেছে অনুরাগীদের। এই ফটোশ্যুটে শুভশ্রীকে দেখা যাচ্ছে একটি নজরকাড়া সোনালী রঙের বেনারসী শাড়িতে। শাড়ির সঙ্গে মানানসই ফুল স্লিভ ব্লাউজটি তার সাজে এনেছে এক আভিজাত্যের ছোঁয়া।

বাঙালি সাজে সম্পূর্ণতা দিতে তিনি পরেছেন ঐতিহ্যবাহী সোনার গয়না। কানে ভারী ঝুমকো, হাতে মানানসই বালা ও আংটি। আর চুলের খোঁপায় শোভা পাচ্ছে বেলফুলের মালা, যা তাকে দিয়েছে এক শান্ত-স্নিগ্ধ লুক।
এই সাজ নিঃসন্দেহে ইঙ্গিত দিচ্ছে যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাতে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ও নজরকাড়া হতে চলেছে।
শুভশ্রীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। প্রত্যেকেই তার সাজের প্রশংসা করেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা, এই অভিনেত্রীকে শাড়িতেই সবথেকে সুন্দরী লাগে দেখতে। যদিও তিনি ওয়েস্টার্ন পোশাকেও সাবলীল তবে এই সাবেকি পোশাক তার সৌন্দর্য্য বাড়িয়েছিল বহু মাত্রায়।
উল্লেখযোগ্য, আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। যেখানে একঝাঁক তারকারা অভিনয় করেছেন। তালিকায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী, ইশা সাহা, দিব্যজ্যোতি দত্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত প্রমুখ। বেশ বড়ো বাজেটের একটি সিনেমা আসতে চলেছে টলিউডে।
আরও পড়ুন
Mimi: কাজের চাপ থেকে মুক্তি, অভিনেত্রী মিমির রুটিনের বাইরের ছবি
#Subhasree #LawhoGourangerNaamre