Subhasree: প্রকাশ্যে এলো ‘হইচই’এর অরিজিনাল ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’এর ট্রেলার। যা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, সেখানে এক শক্তিশালী গল্প উঠে আসতে চলেছে। অন্যদিকে প্রথম ঝলকেই শুভশ্রী গাঙ্গুলীর (Subhasree) ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে ভক্তদের।
এই সিরিজের নায়িকা সাংবাদিক অনুমিতা সেন। যিনি মূলত সত্যসন্ধানের জন্য জনপ্রিয়। এক অপরাধীর সাক্ষাৎকার নেওয়ার জন্য এক কুখ্যাত জেলে তাকে পাঠানো হয়। তবে সেখানে গিয়ে পাল্টে যায় তার সম্পূর্ণ জীবন। এমন এক অন্ধকার দিকের সম্মুখীন হয় সে যেখান থেকে সহজে বের হতে পারে না।
একটি মহিলা জেলখানায় একের পর এক মহিলারা গর্ভবতী হয়ে পড়ে। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সেই জালেই জড়িয়ে যায় অনুমিতা। শেষে সেও গর্ভবতী হয় এবং তার ওপর চলে অকথ্য অত্যাচার। এরপর সেখান থেকে সে কীভাবে বেরিয়ে আসে এবং সত্যকে সমাজের সামনে তুলে ধরে সেই নিয়েই তৈরি এই সিরিজ।
ট্রেলারটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘একজন গর্ভবতী সাংবাদিক। কারাগারের চার দেয়ালের মধ্যে এক অন্ধকার রহস্য। এখানেই কি অনুমিতার ইতি নাকি তার অনুসন্ধানের শুরু?’ ইতিমধ্যে এটি নিয়ে নানান মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা বহুদিন পর ভালো একটি সিরিজ পেতে চলেছে দর্শক।
যেটি পরিচালনা করেছেন অদিতি রায়। ইতিমধ্যেই বেশ কিছু কাজে নিজের দক্ষতা প্রমাণ দিয়েছেন তিনি অন্যদিকে মুখ্য চরিত্রে বরাবরের মতোই প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। সিরিজটি মুক্তি পাবে আগামী ৭ই নভেম্বর।
বিনোদন
‘সপ্তপদী’ দিয়ে শুরু ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসব
#subhasree #anusandhan
