ডায়েট ভুলে পিৎজায় কামড় ‘লেডি সুপারস্টার’ শুভশ্রীর! নিজেই ভাগ করে নিলেন ছবি

ডায়েট ভুলে পিৎজায় বড়সড় কামড় বসাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সম্প্রতি নিজেই ভাগ করে নিলেন সেই ছবি। আমরা সকলেই জানি তারকারা সাধারণত খুব কঠোর খাদ্যাভাসের মাধ্যমে নিজের ফিট চেহারা ধরে রাখেন। বাইরের খাবার বিশেষ করে ফাস্ট ফুড সম্পূর্ণ এড়িয়ে চলেন তারা।

হঠাৎ এমন কি হলো যে সেই খাবারই আয়েশ করে খেতে দেখা গেল অভিনেত্রীকে? আসলে সম্প্রতি ছিল শুভশ্রী ও রাজের একমাত্র পুত্র ইউভানের পঞ্চম জন্মদিন। আর যে কোনো অনুষ্ঠান মানেই সেখানে নিজেদের রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়। পছন্দসই খাবার আত্মগ্লানি ছাড়াই উপভোগ করেন সকলে।

সেরকমটাই হয়েছে শুভশ্রীর ক্ষেত্রে। ছেলের জন্মদিনে বিশাল পার্টির আয়োজন করেছিলেন তারা। সমস্ত কচিকাঁচাদের নিয়ে হৈ হৈ করে জন্মদিন উদযাপন করেছেন। তার ঠিক পরেই তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলেন রেস্তোরাঁয় খেতে। সেখানে গিয়েই ইচ্ছেমতো খাবার অর্ডার করেন।

তার মধ্যেই একটি ছিল পিৎজা। সেদিন দেখা যায় ছেলেকে কোলে নিয়েই তাতে কামড় বসাচ্ছেন তিনি। আনন্দ উপভোগ করতে গিয়েও দায়িত্ব ভোলেননি অভিনেত্রী। ঘুমন্ত ছেলেকে কাঁধে নিয়ে খেতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয় আরো কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা দিয়েছে সব সময় তিনি ছেলেকে কোলে নিয়ে রেখেছেন।

আসলে তার কাছে তার ছেলে-মেয়ে পৃথিবীর সমান। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন সংসার ভীষণ দায়িত্ব সহকারে পালন করছেন তিনি। যা তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। কীভাবে সন্তান সামলেও কেরিয়ার ধরে রাখা যায় তার আদর্শ উদাহরণ শুভশ্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক