Subhasree: মুখে বয়সের ছাপ স্পষ্ট, বিনা মেকআপে অভিনেত্রীকে দেখে কী প্রতিক্রিয়া ভক্তদের? জানুন

Subhasree: ‘ওয়েটিং রুম’ শ্যুটিং ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সম্প্রতি তারই বেশ কিছু ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কখনো সেখানকার খাবার উপভোগ করছেন, আবার কখনো ছেলের সাথে সময় কাটাচ্ছেন।

রাজ্য-সহ প্রতিবেশী রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে শ্যুটিং করছেন অভিনেত্রী। সেই তালিকায় রয়েছে দুমকা, মেসেঞ্জার, শান্তিনিকেতন ইত্যাদি। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কখনো তিনি একটি লিট্টি-চোখা খাচ্ছেন আবার কখনো ঠেকুয়া। আবার কখনো স্থানীয় এলাকা ঘুরছেন।

সবমিলিয়ে বলতে গেলে এই শ্যুটিংয়ের দিনগুলি ভীষণভাবে উপভোগ করছেন তিনি। এখানেই শেষ নয় বিনা মেকআপে ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে তাকে। মুখে স্পষ্ট হয়েছে বয়সের ছাপ, তবে সেসব নিয়ে ভাবেননি তিনি বরং আত্মবিশ্বাসের সাথে সেসব ছবি তুলে ধরেছেন সকলের সামনে।

ক্যাপশনে লিখেছেন, ‘জীবন হয়তো সাহসী এক অভিযান, নয়তো কিছুই না। আমাদের ওয়েটিং রুমের ১৮ দিনের তীব্র যাত্রা। আরো ৫ দিন বাকি।’ ছবিগুলি পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রত্যেকেই ওয়েটিং রুমের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রিয় অভিনেত্রীকে।

আসলে অভিনেত্রী যেন একটুও বিরতি পাচ্ছেন না। একের পর এক কাজ হাতে আসছে তার। এই যেমন সম্প্রতি ‘হইচই’তে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’। যেটি ইতিমধ্যেই সাফল্য লাভ করেছে। এরপর কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় দেখা যাবে ‘ওয়েটিং রুম’ সিনেমায়। আপাতত তারই শ্যুটিং চলছে জোরকদমে।

FAQ

১. প্রশ্ন: শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে কোন সিনেমার শ্যুটিং করছেন?
উত্তর: তিনি বর্তমানে কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘ওয়েটিং রুম’ সিনেমার শ্যুটিং করছেন।

২. প্রশ্ন: শ্যুটিং কোথায় কোথায় চলছে?
উত্তর: শ্যুটিং হচ্ছে রাজ্য-সহ প্রতিবেশী রাজ্যের বিভিন্ন প্রান্তে — যেমন দুমকা, মেসেঞ্জার ও শান্তিনিকেতন।

আরও পড়ুন
জুবিনকে হারিয়ে কীভাবে দিন কাটাচ্ছেন স্ত্রী গরিমা আর বৃদ্ধ বাবা? অসমে গিয়ে দেখা করলেন জোজো

৩. প্রশ্ন: শ্যুটিং চলাকালীন শুভশ্রী কীভাবে সময় কাটাচ্ছেন?
উত্তর: তিনি স্থানীয় খাবার উপভোগ করছেন, ছেলে ইউভানের সঙ্গে সময় কাটাচ্ছেন ও বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন।

৪. প্রশ্ন: শুভশ্রীর পোস্ট করা ছবিতে কী বিশেষত্ব দেখা গেছে?
উত্তর: বিনা মেকআপে তার স্বাভাবিক রূপে ছবি শেয়ার করেছেন, যেখানে আত্মবিশ্বাস ও স্বাভাবিকতার ছাপ রয়েছে।

৫. প্রশ্ন: শুভশ্রী কী ক্যাপশন লিখেছেন ছবিগুলিতে?
উত্তর: তিনি লিখেছেন, “জীবন হয়তো সাহসী এক অভিযান, নয়তো কিছুই না। আমাদের ওয়েটিং রুমের ১৮ দিনের তীব্র যাত্রা। আরো ৫ দিন বাকি।”

৬. প্রশ্ন: নেটিজেনদের প্রতিক্রিয়া কেমন ছিল?
উত্তর: নেটিজেনরা শুভশ্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং ‘ওয়েটিং রুম’ সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

৭. প্রশ্ন: এই মুহূর্তে শুভশ্রীর অন্য কোন প্রজেক্ট মুক্তি পেয়েছে?
উত্তর: সম্প্রতি ‘হইচই’তে তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’ মুক্তি পেয়েছে।

৮. প্রশ্ন: ‘অনুসন্ধান’ ওয়েব সিরিজের প্রতিক্রিয়া কেমন ছিল?
উত্তর: সিরিজটি ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়ে সাফল্য অর্জন করেছে।

৯. প্রশ্ন: শুভশ্রীর শ্যুটিং নিয়ে মনোভাব কেমন?
উত্তর: তিনি কাজের ব্যস্ততা উপভোগ করছেন এবং প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে কাটাচ্ছেন।

১০. প্রশ্ন: ‘ওয়েটিং রুম’ সিনেমার শ্যুটিং আর কতদিন চলবে?
উত্তর: সিনেমার শ্যুটিং শেষ হতে আরও প্রায় ৫ দিন বাকি রয়েছে।

#SubhasreeGanguly #WaitingRoom #TollywoodNews

#Subhasree #Waitingroom

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক