বাজারে এলো আরও একটি দুর্দান্ত স্মার্টফোন। এটি Nothing ফোনের একটি সাব ব্র্যান্ড। স্মার্টফোনটি হলো CMF Phone 1। এতে যেমন রয়েছে আকর্ষণীয় ডিজাইন তেমনই রয়েছে দুর্দান্ত ফিচার। স্মার্টফোনটিতে Nothing OS 2.6 ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪ দ্বারা পরিচালিত। স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি সম্পূর্ণ এইচডি ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।
স্মার্টফোনে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসর। ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাথমিক ক্যামেরা হলো ৫০ মেগাপিক্সেল ও পোর্ট্রেট লেন্স রয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য সেলফি ক্যামেরা রয়েছে যা ১৬ মেগাপিক্সেল। এর পাশাপাশি রয়েছে ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট ও ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
স্মার্টফোনের দু’টি ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ করা হয়েছে। একটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। এটির দাম ১৫,৯৯৯ টাকা। আরেকটি ভ্যারিয়েন্ট ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি যার দাম ১৭,৯৯৯ টাকা। স্মার্টফোনটি একাধিক রঙে পাওয়া যাচ্ছে।
তার মধ্যে রয়েছে নীল, কালো, হালকা সবুজ, কমলা রঙ। স্মার্টফোনটি কেনা যাবে CMF ইন্ডিয়া ওয়েবসাইট ও ফ্লিপকার্ট ই-কমার্স সাইটের মাধ্যমে। ১২ই জুলাই দুপুর ১২টা থেকে স্মার্টফোনটির বিক্রি শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে স্মার্টফোনটির বেস মডেল পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকায় এবং এটির টপ মডেল পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকায়। এর পাশাপাশি স্মার্টফোনটির সঙ্গে পাওয়া যাবে ফোন কেস ও স্ট্যান্ড। স্মার্টফোনের ব্যাটারি দুই পর্যন্ত চলবে।