Saheb-Susmita: অভিনেতা সাহেব ভট্টাচার্যের (Saheb) জন্মদিনে আদুরে শুভেচ্ছাবার্তা সহ-অভিনেত্রী তথা বহুচর্চিত প্রেমিকা সুস্মিতা দে’র (Susmita)। অনেকেই মনে করছেন হয়তো এই পোষ্টের মাধ্যমেই নিজেদের সম্পর্কের সত্যতা তুলে ধরলেন অভিনেত্রী। ‘কথা’ ধারাবাহিকের মাধ্যমে একে অপরের সাথে পরিচয় হয়েছিল সুস্মিতা এবং সাহেবের।
সেখান থেকে ধীরে ধীরে বন্ধুত্বের সূত্রপাত। এমনকি এও শোনা যাচ্ছে বাগদান সম্পন্ন করেছেন তারা। এই জল্পনার মাঝেই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুস্মিতা। এদিন দুটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় সাহেবের বাহুলগ্না সুস্মিতা, একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন হাসিমুখে।
ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন কিং ভট্টাচার্য। এই জগৎ এবং শ্রী রাধারাণী তোমায় সমস্ত আশীর্বাদ, সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসা দান করুন। তুমি যাবতীয় ইতিবাচকতার উৎস, তুমি খুব দয়ালু আত্মা। সবসময় এমনই থেকো। প্রত্যেকের জীবনে একজন সাহেব ভট্টাচার্য থাকা উচিত।’
যা দেখার পর ভক্তরা এটাই বলছেন তাহলে হয়তো সম্পর্কের শিলমোহর দিলেন অভিনেত্রী। আর যদি তা সত্য হয় তাহলে ভক্তদের থেকে বেশি খুশি কেউ হতে পারবেন না এও তা জানিয়েছেন তারা। আসলে বরাবর নিজেদেরকে ভালো বন্ধু হিসেবেই দাবী করেন তারা। তবে তাদের রসায়ন কিন্তু তেমনটা বলে না।
তাদের একসাথে দেখলে এটাই স্পষ্ট হয় বন্ধুত্বের থেকে বেশি সম্পর্ক রয়েছে দু’জনের। অন্যদিকে বাগদানপর্ব সম্পন্ন হয়েও বিয়ে ভেঙ্গে যায় অভিনেত্রীর। তাই মনে করা হচ্ছে এর পেছনে রয়েছে সাহেব এবং সুস্মিতার সমালোচিত সম্পর্ক। আপাতত অপেক্ষা তাদের নিজেদের আসল সম্পর্ক স্বীকার করার।
FAQ
1) প্রশ্ন: সুস্মিতা দে জন্মদিনে কী পোস্ট করেছিলেন?
উত্তর: তিনি সাহেব ভট্টাচার্যের সঙ্গে দুটি ছবি পোস্ট করে আদুরে শুভেচ্ছাবার্তা লিখেছিলেন— যেখানে দু’জনকে হাসিমুখে পরস্পরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
2) প্রশ্ন: তার ক্যাপশনে কোন বিশেষ বার্তা ছিল?
উত্তর: ক্যাপশনে তিনি লেখেন— “শুভ জন্মদিন কিং ভট্টাচার্য… তুমি যাবতীয় ইতিবাচকতার উৎস… প্রত্যেকের জীবনে একজন সাহেব ভট্টাচার্য থাকা উচিত।” এই আবেগপূর্ণ বার্তাই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
3) প্রশ্ন: এই পোস্টে কেন সম্পর্ক নিয়ে জল্পনা বাড়লো?
উত্তর: ছবির অন্তরঙ্গ ভঙ্গি এবং ক্যাপশনের স্নেহপূর্ণ ভাষা দেখে ভক্তদের মনে হয়েছে, তারা শুধু ভালো বন্ধু নন; সম্পর্কের সত্যতা সম্ভবত সুস্মিতা এবার প্রকাশ্যে আনলেন।
4) প্রশ্ন: তাদের মধ্যে পরিচয় কীভাবে হয়েছিল?
উত্তর: ‘কথা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন প্রথম পরিচয় হয়। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব এবং পরবর্তীতে ঘনিষ্ঠতা তৈরি হয়।
5) প্রশ্ন: বাগদান নিয়ে যে জল্পনা চলছে, সেটি কী?
উত্তর: বহুদিন ধরেই শোনা যাচ্ছে যে সাহেব ও সুস্মিতা নাকি বাগদান সম্পন্ন করেছেন। যদিও তারা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি।
6) প্রশ্ন: সুস্মিতার আগের বিয়ে ভেঙে যাওয়ার সঙ্গে কি এই সম্পর্কের যোগ আছে?
উত্তর: সংবাদমাধ্যম ও দর্শকদের একাংশের ধারণা— তার বিয়ে ভাঙার পিছনে সম্ভবত সাহেব–সুস্মিতার ঘনিষ্ঠতা ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
#Susmita #Saheb
