খরপোশ চার অক্ষরের একটি ধ্বনি। যা নিয়ে লোকজনের হৃদয়ে রহস্যের কিছু কম নয়। বলিউডের বিগ বাজেট বিচ্ছেদ নিয়ে আলোচনা চলে প্রতিদিনই। এমন এক ‘বড় আয়ব্যয়ক বিচ্ছেদ’ হয়েছিল সুজান খান ও হৃত্বিক রোশনের। ২০০০ সালে ২০ ডিসেম্বর বাল্যকালের ভালোবাসা সুজানকে বিবাহ করেছিলেন হৃতিক।
তবে ২০১৪ সালে ১ নভেম্বর হঠাৎ তাদের ডিভোর্সের সংবাদে শোরগোল হতে থাকে সব মহলে। শোনা যায়, অন্য মহিলার প্রতি টানের জন্যই সুজানের থেকে দূরত্ব বাড়িয়েছেন ঋত্বিক। যার ফলস্বরূপ ডিভোর্স।
জানা যায়, খোরাক পোশাকের খরচ দরুন হৃত্বিক রোশনের কাছ থেকে প্রায় ৪০০ কোটি টাকা চেয়েছেন সুজান খান। তবে অত টাকা দিতে রাজি হয়নি বলিউডে গ্রিক গড। মিনতি করার পর চিঁড়ে ভেজেও। সব শেষে সুজান খান কত টাকায় রাজি হলেন? বলিউডের থেকে সংবাদ জানা যায়, কুড়ি কোটি টাকা ছাড় দিয়েছে সুজান খান। গুনে গুনে ৩৮০ কোটি টাকা দিতে হয়েছিল ঋত্বিক রোশনকে।
তবে এই কারণের জন্য তাদের বন্ধুত্বের মধ্যে কোন ফাটল ধরেনি। ভালোবাসা না থাকলেও, বিবাহ বিচ্ছেদ হলেও আজও তারা দুজনে ভালো বন্ধু। এমনকি তাদের দুটি বাচ্চা হৃদান ও রেহানকে দুজনে মিলে মানুষ করছে।
তারা ব্যক্তিগত জীবনে দুজনেই অনেকটাই এগিয়ে গিয়েছে। বর্তমানে হৃত্বিক রোশন সাবা আজাদের সাথে সম্পর্কে আছেন। অপরদিকে তার প্রথম স্ত্রী আরম্ভ করেছে নতুন পথচলা। অভিনেতা আরসালান গোনির সাথে ভালোবাসার সম্পর্কে তিনি আছেন।
আরও পড়ুন,
*বয়স যেনো শুধুই সংখ্যা, পঞ্চাশ পার করলেও বলিউডের ‘গ্রিক গড’ এখনও তরুণ