৪৪ তম জন্মদিন! নিজের উদ্দেশ্যে কী বার্তা দিলেন স্বস্তিকা জানুন

নিজের জন্মদিন উপলক্ষ্যে নিজেকেই বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! আমরা সকলেই জানি তিনি সবসময় প্রাণখোলাভাবে বাঁচতে পছন্দ করেন। তাই কোনো কিছুই বলতে ভয় পান না, কাউকে তোয়াক্কা করেন না। যেটা ঠিক মনে করেন সেটাই করে থাকেন।

তার ছিল ৪৪ তম জন্মদিন। এদিন নিজের উদ্দেশ্যে এক খোলাচিঠি লিখেছেন। তিনি জানিয়েছেন কীভাবে তার জীবনে কত রকমের পরিবর্তন এসেছে। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে খোলা চুলে গোলাপী রঙের চশমা পরে একাধিকভাবে পোজ দিয়েছেন।

লিখেছেন, ‘হে প্রেম শুভ ৪৪ তম জন্মদিন! তুমি ধূসর রঙকে ভয় পেয়েছিলে তবে সেটি রূপোর চেয়েও বেশি উজ্জ্বল। তুমি ক্লান্ত চোখ দেখো আমি অভিজ্ঞতা দেখি। তুমি মুখের দাগছোপ দেখো আমি আমার অর্জন দেখি। হাসলে পরে তুমি মুখের বলিরেখা দেখো আমি দেখি একবার বাস্তব নারী। আমি একজন শিল্পী, একজন মা, একজন বন্ধুকে দেখি।’

‘তোমায় দয়ালু, সৎ হতে হবে। বিশ্বের যা কিছু দেওয়ার আছে তা সত্ত্বেও নিজের মতো থাকো। মনে রেখো আমি তোমার সবসময় পাশে থাকবো। তুমি মনে না রাখলেও, আমি তোমার সবসময় ভালোবাসবো। এমন সময়ও যখন তুমি আমায় ভালোবাসবে না। শুভ জন্মদিন আমার প্রিয় এসএম। উচ্ছ্বাসের সাথে এগিয়ে যেতে থাকো।’

তার এই পোস্ট দেখার পর সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আসলে তার জীবনে একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন তিনি। স্বামীর সাথে বিচ্ছেদের থেকে শুরু করে মেয়েকে একা বড়ো করা, একইসাথে অভিনয জীবন, সবমিলিয়ে সমানতালে চলা বেশ কঠিন ছিল তার পক্ষে কিন্তু তিনি কখনোই হার মানেননি।