গোলাপি রঙের পোশাক পরে সকলকে আনন্দ করতে বললেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কী কারণে এই কথা বলেছেন তিনি? আসুন তাহলে সেই বিষয়টি খোলসা করেই জানা যাক। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‘নিখোঁজ ২।’
তারই প্রচারে জোরকদমে নেমে পড়েছেন তিনি। সেরকমই একটি প্রমোশন করতে দেখা দিয়েছে নিজের সকল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে তাকে দেখা যায় গোলাপি রঙের একটি পোশাক পরিহিত অবস্থায়। সেই পোশাকে অপরূপ সুন্দরী লাগছিল তাকে দেখতে।
সাথে ছোট ছোট চুল ও গোলাপী ফ্রেমের চশমা তাকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছিল। আর ক্যাপশনটিও ছিল নজরকাড়া। ক্যাপশনে লিখেছেন, ‘গোলাপী পরুন, আনন্দ করুন এবং আমার ওয়েব সিরিজ নিখোঁজ ২’ দেখুন। বেশ অন্যরকমভাবে এই প্রমোশনটি করেছেন তিনি।
তাই তো একদিকে যেমন ছবির জন্য প্রশংসা পেয়েছেন তিনি। সাথে প্রচারও হয়ে গিয়েছে। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন নিজের নানান ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। মূলত সাহসী অবতারেই তাকে বেশিরভাগ সময় দেখা যায়।
আসলে মনের মতোন সাজতে বা মনের কথা তুলে ধরতে কখনোই পিছপা হতে দেখা যায় না তাকে। বরাবরই প্রাণখোলা স্বভাবের হয়েই বাঁচতে পছন্দ করেন তিনি। যার ঝলক উঠে আসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এছাড়াও আমাদের আশেপাশে ঘটে চলা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদও করতে দেখা যায় তাকে।
আরও পড়ুন,
*কালো পোশাকে ‘বস লেডি’ রূপে সামনে এলেন সোনাক্ষী! দেখুন তার চোখ ঝলসানো ছবি