‘আর কটা দিন থেকে যেতে পারতে…!’ বাবার জন্মদিনে আবেগমাখা পোস্ট করলেন স্বস্তিকা, লিখলেন অব্যক্ত কথা

সম্প্রতি এবার বাবা সন্তু মুখার্জির জন্মদিনে একটি আবেগঘন পোস্ট লিখে শুভেচ্ছা জানালেন তার কন্যা স্বস্তিকা মুখার্জি। তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছেন কয়েক বছর হলো। প্রত্যেক মুহূর্তে তার অনুপস্থিতি অনুভব করেন অভিনেত্রী। প্রত্যেক সন্তানের ক্ষেত্রেই তেমনটা হয়ে থাকে। আর এই জন্মদিন এলে মনখারাপটা যেন বেড়ে যায় বহুমাত্রায়।

একটি ছবি পোস্ট করে দীর্ঘ কয়েক লাইন লিখেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে বাবাকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা। কোথায় আছো সে তো জানিনা, কে আলমারি থেকে নতুন জামা বের করে জোর করে পরিয়ে দেবে তাও জানিনা। আশা করি কেউ নিশ্চয়ই আছে, আমার মতন করে তোমায় আগলে রেখেছে।’

‘প্রতি বছরের মতন, এবারেও নতুন ফতুয়া-লুঙ্গি পোরো। খাদির দোকানে গেলে, গেরুয়া রং এর কোনও কাপড় দেখলেই মনে হয় তোমার জন্য একটা পাঞ্জাবি বানাতে দি, তার পর মুহূর্তেই মনে পড়ে তুমি তো নেই। আজ সন্ধে নামলে দু পাত্তর ব্যালেন্টাইন খেও। কত ভালবাসতে। পৃথিবীর এত জায়গায় যাই, যত ভালো স্কচই কিনে আনি না কেন সেই ব্যালেন্টাইন টাই সেরা।’

”তোমার আর মা এর না থাকাতে বাড়িতে খাওয়া দাওয়া, লোকজন এর আসা যাওয়া, আনন্দ উৎসব প্রায় উঠে গেছে বললেই চলে। ঠিক ওই গান টার মতন এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। ১৩ ই জানুয়ারি- এই দিনটা আমার কাছে আজীবন ‘আমার বাবার জন্মদিন’
হয়েই রয়ে যাবে।”

“অবশ্য শুধু একটা দিন কেন? বাকি বছরের অজস্র দিনগুলো ও তোমাদের দুজনের দিন হয়েই রয়ে গেছে। জন্মদিন, বেড়াতে যাওয়ার দিন, অসুখ করার দিন, হাসপাতালে যাওয়ার দিন, সেখান থেকে ফেরার দিন, না ফেরার দিন এইসব। জীবন টাই দুটো টামরলাইন এ বিভক্ত, তখনও মা ছিল, তখন আর মা ছিল না। তখনও বাবা ছিল, তখন বাবা ছিল না।’

আরো লিখেছেন আর কটা দিন থেকে যেতে পারতেন তার বাবা। অনেক রাত অব্দি আড্ডা দিতে পারতেন তার সাথে খাওয়া-দাওয়া, খেলা দেখা সবকিছুই হতে পারতো। এক কথায় বলতে গেলে বুকফাটা আর্তনাদ যেন উঠে এসেছে এই পোস্টে।

আরও পড়ুন,
*খোদ পরিচালক করণকে অভিনয় করার প্রস্তাব দিলেন কঙ্গনা! কবে শুরু হচ্ছে সিনেমার শ্যুটিং? জানুন

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক