অবশেষে নিজের ভালোবাসার কথা জানালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সকলের সামনে তুলে ধরলেন তার ভালোবাসাকে। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন তাহলে কি নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি? না না আসল বিষয়টি তা নয়।
আসলে এই অভিনেতা জানিয়েছেন ফুলই হলো তার জীবনের ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ফুলের ছবি দেওয়া একটি পোশাক পরে রয়েছেন। চলন্ত গাড়ি থেকে এই ভিডিওটি তোলা হয়েছে। হাওয়ায় উড়ে চলেছে তার চুল, আর তাদের সাথে যেন খেলছেন তিনি।
সাথে ক্যাপশনে লিখেছেন, ‘ফুল আমার ভালোবাসা।’ আসলে ফুল ভালোবাসেন না এমন মানুষ নেই বললেই চলে। সকলেই ফুল দেখলে তাদের প্রতি আকর্ষিত হয়ে পড়েন। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। তাইতো ফুল ছাপা পোশাক পরে সেই ছবি ও ভিডিওর মাধ্যমে জানালেন ফুলকে তিনি ভালোবাসেন।
অন্যদিকে তার আগের একটি পোস্টে তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই একটি ম্যাগাজিনে তার লেখা আসতে চলেছে। যার শিরোনাম ‘চুমুর দিব্যি।’ ভালোবাসার প্রতীক চুম্বনকে তিনি তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। যার ক্যাপশনে লিখেছিলেন, ‘বিদ্রোহ আর চুমুর দিব্যি।’
উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়াতে ভীষণই সক্রিয় থাকেন এই অভিনেত্রী। বরাবর প্রাণখোলা স্বভাবের হিসেবেই নিজেকে তুলে ধরেন তিনি। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। এছাড়া পশু-প্রাণীদের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। সেই বিষয়টিও বারবার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা দেখেছি। এক কথায় বলতে গেলে কাজ, পোষ্য, পরিবার সবমিলিয়ে বেশ রয়েছেন অভিনেত্রী।