The academy of fine arts: প্রকাশ্যে এলো ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমার ট্রেলার। যা দেখার পর চোখ কপালে উঠেছে দর্শকদের। কারণ, বাংলায় আজ পর্যন্ত এই ধরনের সিনেমা কেউ দেখেননি। এতোটাই শক্তিশালী সেই ট্রেলার। এটি মূলত একটি থ্রিলার সিনেমা। যেখানে পরদে পরদে রয়েছে রহস্য।
আর সিনেমার কলাকুশলীদের শক্তিশালী অভিনয় সেটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। সবথেকে মজাদার বিষয় হলো এই সিনেমা একটি মদের বোতলকে ঘিরে। যেখানে সেটি চুরি করার জন্য একদল মানুষ কী কী অপরাধ করে সেই নিয়ে গোটা সিনেমা তৈরি হয়েছে।
কারণ, ওই মদের বোতলের দাম ২০ কোটি টাকা। বোতলটি কীভাবে এক হাত থেকে অন্য হাতে গিয়ে কী পরিমাণ রক্তপাত ঘটায় তা বোঝা গিয়েছে ট্রেলার দেখেই। সিনেমায় যে ডনের চরিত্র রয়েছে তাতে অভিনয় করেছেন সুদীপ মুখার্জী। আর যে দলকে সেটির উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় সেখানে রয়েছে একঝাঁক তারকা।
রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বাসু, পায়েল সরকার প্রমুখ তারকারা এই দলের মধ্যে রয়েছেন। বিশ্বাসঘাতকতা, খুন, জখম সবমিলিয়ে একটি দুর্দান্ত পাল্প থ্রিলার উপহার পেতে চলেছেন দর্শকেরা। এই ট্রেলার দেখার পর তেমনটাই জানিয়েছেন বিভিন্ন সমালোচক। এনারা ছাড়াও সেখানে রয়েছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি।
অন্যদিকে এই বিষয়ে পায়েল সরকার জানিয়েছেন, ‘এরকম পাল্প থ্রিলার সিনেমা আগে কখনো তৈরি হয়নি টলিউডে। তাই তিনি অনেক আগে থেকেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন এতে অভিনয় করার।’ উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করেছেন জয়ব্রত দাস।
#Theacademyoffinearts #sauravdas #rudranilghosh #payelsarkar #tollywood
