বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানী আর নেই। সোমবার মুম্বইয়ের আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। চিকিৎসকদের মতে, তাঁর ফুসফুসে জল জমেছিল।
আসরানী নামেই পরিচিত ছিলেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করেছেন এই বহুমুখী অভিনেতা। কৌতুক অভিনয়ে যেমন পারদর্শী ছিলেন, তেমনই গম্ভীর চরিত্রেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল দর্শক ও সমালোচকদের কাছ থেকে।
স্ত্রী মঞ্জু আসরানীর সঙ্গে থাকতেন অভিনেতা। মঞ্জুও একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন — ‘কবিলা’, ‘তপস্যা’, ‘চাঁদি’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। দু’জনের প্রথম দেখা হয়েছিল ‘আজ কি তাজ়া খবর’ ও ‘নমক হারাম’ ছবির সেটে।
বিনোদন
কত টাকা কামানো হয়? KBC-র সেটে অমিতাভকে প্রশ্ন ক্রুষ্ণার, কী উত্তর এল
আসরানীর শেষ দিন পর্যন্ত অভিনয় থেমে থাকেনি। মৃত্যুর কয়েক দিন আগেও তিনি শুটিং করেছিলেন। ফলে আর্থিক দিক থেকে কোনও সঙ্কটে পড়তে হয়নি তাঁকে। জানা গেছে, প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন অভিনেতা। শুধু অভিনয় নয়, তিনি একাধিক ছবি পরিচালনা করেছেন এবং নানা ব্র্যান্ডের বিজ্ঞাপনেও মুখ হিসেবে কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “আসরানীর কৌতুকাভিনয় যে কোনও পরিস্থিতিতে নির্মল আনন্দ দিয়েছে। তিনি অভিনয়ের অন্যান্য ধারাতেও সমান পারদর্শী ছিলেন। বিনোদন দুনিয়ায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
রাজনীতির সঙ্গেও একসময় পরোক্ষ যোগাযোগ ছিল অভিনেতার। এক সাক্ষাৎকারে আসরানী বলেছিলেন, “আমার দুর্দিনে পাশে পেয়েছিলাম ইন্দিরা গান্ধীকে। তিনি আমায় কাজ পেতে সাহায্য করেছিলেন।”
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন গোবর্ধন আসরানী। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ বলিউড। সহকর্মী থেকে ভক্ত—সবাই আজ স্মরণ করছেন বলিউডের প্রিয় “কমেডি কিং”-কে।
#Asrani #BollywoodLegend #IndianCinema #ComedyKing #BollywoodActor #AsraniDeath #RIPAsrani #GovardhanAsrani #ManjuAsrani #BollywoodNews #IndianFilmIndustry #EntertainmentNews