ভারতের প্রান্তে প্রান্তে আধ্যাত্মিক সাধনা। তেমন ছিল দেশের ধর্ম বিষয়ক আচার্য (Spiritual Gurus) বা ‘আচার্য’দের সংখ্যা রয়েছে অনেক। বিশেষ করে আজকাল সামাজিক মিডিয়ার জন্য আরো অনেক আচার্য দের খোঁজ পাওয়া যায়। আচার্য রামদেব বা সৎ গুরুর নাম আমরা সকলেই শুনেছি। জানলে আশ্চর্য হবেন, ধর্ম বিষয়ে যুক্ত থাকা আচার্যদের অর্থের বিস্তার কিন্তু অল্প নয়। দেশের সবচেয়ে ধনী ‘আচার্য’ কারা জেনে নিন এই বিবরণ থেকে।
আচার্য রামদেবকে কে না জানে। দেশের একজন বিখ্যাত সাধনা ধ্যানের গুরু থেকে ‘পতঞ্জলি’ প্রতিষ্ঠান করেছেন তিনি। ভারতের বাইরেও ধ্যান সাধনাও প্রশংসিত করে তোলেন তিনি। সংবাদ মাধ্যমে জানা যায়, আচার্য রামদেবের অর্থের বিস্তার প্রায় ১৬০০ কোটি টাকা।
দেশের প্রান্তে নানা জায়গায় ঘুরে ঘুরে রামকথা শ্রবণ করিয়ে থাকেন মোরারি বাপু। এভাবেই তিনি রোজগার করেন। সংবাদ পাওয়া যায় বছরে তিনি ৩০০ কোটি টাকা রোজগার করেন। তবে তিনি অনেক দান ধ্যান করে থাকেন। অযোধ্যার রাম মন্দির তৈরির সময় তিনি ১১ কোটি টাকা দিয়ে সাহায্য করেছিলেন।
বিতর্কিত ধর্ম আচার্য আশারাম বাপু বর্তমানে বলাৎকারের অভিযোগের কারণে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত। তিনি এখন যোধপুর কারাদণ্ডে আছেন। তবে দেশজুড়ে তার অনুগামী সংখ্যাও কম নয়। জানা যায় সারাদেশে তার প্রায় ৩৫০ টি শাস্ত্রচর্চা কেন্দ্র আছে। সংবাদমাধ্যমে জানা যায় আশারাম বাপু বছরে ৫০০ কোটি টাকা রোজগার করে। এছাড়াও জানা যায় তার ১৩৪ মিলিয়ন মার্কিন ডলারের অধিকারী আশারাম বাপু।
সর্ব বিশ্ববিখ্যাত ধর্মআচার্য শ্রী শ্রী রবিশংকর। জানা যায়, সারা পৃথিবীতে ৩০ কোটিরও বেশি অনুগামী আছে তার। অনেক রকমের আয়ুর্বেদিক ঔষধ বিক্রির সাথে যুক্ত আছেন তিনি। সংবাদমাধ্যমে খবর জানা যায়,১০০০ কোটি টাকার অর্থের অধিকারী তিনি।
বিশ্বের বিশিষ্ট ধর্মগুরু সত্য সাঁই বাবা। সারা বিশ্বে তার অগুন্তি অনুগামী রয়েছে। অনেক বিখ্যাত অনুগামীও আছে তার। শোনা যায় ২০১১ সালে সত্য সাঁই বাবার চিরবিদায়ের সময় তার গৃহ থেকে ৯৮ কেজি স্বর্ণ, ৩৬০ কেজি রৌপ, এবং ১১ কোটি টাকা পাওয়া যায়। জানা যায় প্রায়, ৪০,০০০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে সত্য সাঁই বাবার।
আরও পড়ুন,
*দিঘা ঘুরতে গিয়ে বিপদে পড়লে এক ফোনে পৌঁছবে পুলিশ, এবার মহিলা সুরক্ষায় নতুন উদ্যোগ পুলিশের