আর জি কর মেডিকেল হাসপাতালে তরুণীর রসহ্যমৃত্যু ঘিরে তোলপাড় গোটা তিলোত্তমা। এরই মাঝে পদত্যাগ করলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সম্প্রতি তার একটি বৈষম্যমূলক উক্তিতে ক্ষোভে ফুঁসছে হাসপাতালের পড়ুয়া সহ সাধারণ মানুষ। ওই অধ্যক্ষের কথায়, “রাতে একা সেমিনার হলে থাকা উচিত হয়নি”। আর এরপর প্রতিবাদ আরও চরমে ওঠে। বহু পড়ুয়া ও চিকিৎসক অধ্যক্ষের এমন মন্তব্যে সরব হয়েছেন।
এই মন্তব্যের জন্য তাকে নিন্দা করেছেন সাধারণ মানুষ থেকে অনেকেই। আর এই ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামতে চলেছে মেয়েরা। আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন রাতে কলকাতার রাস্তায় ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলের। ১৪ই আগস্ট রাত ১১:৫৫ মিনিটে এই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরও অন্যান্য সেলেবরা।
জানা যাচ্ছে, যাদবপুর, কলেজস্ট্রীট ও অ্যাকাদেমী শহরের এই তিনটি গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হবেন প্রতিবাদী মহিলারা। মিছিলের যে পোস্টার তার একটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বস্তিকা। সেখানে দেখা যাচ্ছে, পোস্টারে লেখা রয়েছে “মেয়েরা রাত দখল করো।” এরপর ইংরেজিতে লেখা রয়েছে “দ্য নাইট ইজ্ আওয়ারস্”। এর পাশাপাশি পোস্টারে শেয়ার করা হয়েছে তিনটি মোবাইল নম্বর। এর পাশাপাশি মিছিলের স্লোগান হিসেবে রয়েছে ‘জাস্টিস ফর আর জি কর’ ও “স্বাধীনতার মাঝরাতে নারী স্বাধীনতার জন্য”। এর পাশাপাশি ছবিতে দেখা গিয়েছে একটি মুষ্টিবদ্ধ হাতে দা ধরা রয়েছে।
আরও পড়ুন,
*‘কোথায় গেলেন সব বিদ্রোহী কবিরা?’ নাম না করে কি নচিকেতাকে কটাক্ষ করলেন শিল্পী অনিন্দ্য?
এই পোস্টার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, “প্রতিবাদের ভাষ্য তৈরি হচ্ছে, পিতৃতন্ত্রের শৃঙ্খল দুমড়ে মুচড়ে ভেঙে বেরিয়ে আসবে সব নিপীড়িত লিঙ্গ পরিচয়ের মানুষ! এগিয়ে আসুন, অংশ নিন জোরদার করে তুলি এই লড়াইকে আমরা।”
অভিনেত্রীর এই প্রতিবাদ মিছিলের ডাকে সাড়া দিয়েছেন অনেকেই। অনেকেই জানিয়েছেন তার এই প্রতিবাদ মিছিলে পা মেলাবেন। এই প্রসঙ্গে অনেকেই বলেছেন, নিজের বাড়িতেও অনেক মহিলা সুরক্ষিত নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বস্তিকা জানান, “হাসপাতালে মেয়েরা সুরক্ষিত নন, তাহলে যাবো কোথায়?”
আরও পড়ুন,
*‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে’, আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ রুদ্রনীলের