বিশ্বের সবচেয়ে দামি পানীয়, ‘লাক্সারি ককটেল’ এক চুমুকে কত খসবে?

কিছু বিলাসবহুল জিনিস যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে তা কখনও জনসমক্ষে প্রকাশিত হলে অবাক হওয়ার অন্ত থাকে না। তেমনই সম্প্রতি একটি বিলাসবহুল পানীয়র কথা শোনা যাচ্ছে। আর এই পানীয়তে রয়েছে কয়েকশো মিলিলিটার সোনালী পানীয় এবং তাতে রয়েছে খাঁটি সোনার পাতে বসানো ১৫০টি হিরে। আর এই পানীয় খেতে গেলে লাগবে ১০ লক্ষ টাকা। জানা যাচ্ছে, পরিমাণের হিসেবে এটি বিশ্বের সবচেয়ে দামি পানীয়।

এই পানীয়টি মিলবে শিকাগোর একটি বিলাসবহুল ও অভিজাত রেস্তরাঁয়। তারা একটি ককটেল প্রস্তুত করেছে যেটির নাম ‘ম্যারো মার্টিনি’। এই পানীয় লক্ষাধিক টাকা দাম ও মহার্ঘ্য বললেও কম বলা হবে। পানীয়টি প্রস্তুত করার জন্য প্রখ্যাত অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা ‘ম্যারো ফাইন’-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে শিকাগোস্থিত ইটালীয় রেস্তরাঁ অদালিনা। তবে এই পানীয়টি পাওয়া যাবে কেবলমাত্র ফরমায়েশের ভিত্তিতেই।

আর তাই এই বিলাসবহুল পানীয়টি যে সাধারণ মানুষের সাধ্যের বাইরে তা স্পষ্ট হয়ে যায়। রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে যে পুরুষ সঙ্গীনী তাদের স্ত্রী বা সঙ্গীকে চমক দিতে চান তারাই এই পানীয় কিনতে আগ্রহী হন। এই বিলাসবহুল পানীয়টি তৈরির সমগ্র পরিকল্পনা অদালিনার জেনারেল ম্যানেজার কলিন হোফারের।

পানীয়তে থাকে টম্যাটোর নির্যাস, লেবু, বেসিল, জলপাই তেল ও লঙ্কার ঝাঁঝের মেলবন্ধন। এর পাশাপাশি ১৪ ক্যারাট সোনায় মোড়া ১৫০টি হিরে দিয়ে সজ্জিত একটি নেকলেস থাকে কাট গ্লাসের পাত্রে। এরপর সেটিকে একটি কাচের ঝাড়বাতির নীচে রেখে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন,
*কাশ্মীরে ঘোড়ায় চড়ে মনের সুখে ঘুরেছে ইমন-নীলাঞ্জনা, ছবি দেখে সমালোচনা, কী জবাব গায়িকার?

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক