সাধারণত আমরা জানি নুন বিভিন্ন খাবারের সাথে আমরা খেয়ে থাকি, কিন্তু এটা জানেন কি এই খাওয়ার নুন দিয়েই আপনি আপনার ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে পারেন। সৈন্ধব নুন তো আপনারা সকলেই চেনেন এটি সাধারণ নুনের তুলনায় মানুষ কম খায়, এই নুন ব্যবহার করেই আপনার ত্বকের জেল্লা ফিরে আসবে।
এটা কি আদৌ সত্যি?
বিশেষজ্ঞদের মতে সৈন্ধব লবণের মধ্যে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও আয়রনসহ আরো নানান খনিজ পদার্থ, এই নুন সাধারণের তুলনায় অনেক বেশি পুষ্টিকর।
চলুন জেনে নেওয়া যাক ত্বককে সুন্দর করতে সৈন্ধব লবণের উপকারিতা:-
প্রথমত:- সৈন্ধব লবণের সাথে জল মিশিয়ে সেটি দিয়ে মুখ ধুলে, ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ। এবং এটি ত্বকের পিএইচ এর মাত্রা ঠিক রাখে।
দ্বিতীয়ত:- সৈন্ধব লবন জল ত্বকের গভীরে গিয়ে ময়লা পরিষ্কার করে এবং ত্বকের ভেতর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ও এটি ত্বককে ব্যাকটেরিয়া মুক্ত করতে করে।
তৃতীয়ত:- সৈন্ধব লবন জল ত্বকের আর্দ্রতা ঠিক রাখে এবং
ত্বককে স্বতেজ রাখতে সাহায্য করে, এতে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়।
চতুর্থত:- এই নুন মিশ্রিত জল ত্বকের মৃত কোষ দূর করে। এই নুনের সাথে হালকা জল মিশিয়ে স্ক্রাবিং করলে ত্বকের সব ময়লা ভেতর থেকে পরিষ্কার হয়ে যায় ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও ফর্সা।
আরও পড়ুন,
*পুজোর আগে সুন্দরী হতে চান? টোনার ব্যবহার নিয়ে ভুল ধারণা নেই তো