ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো বার্বাডোজে আটকে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। হ্যারিকেন বেরিলের কারণে তাদের ঘরে ফেরায় বাধা পড়েছে। মূলত সোমবার বার্বাডোজ থেকে তাদের নিউইয়র্ক পৌঁছনোর কথা ছিল।
সেখান থেকে তারা উড়ে আসতেন ভারতে। তবে খারাপ আবহাওয়ার কারণে এখন বার্বাডোজে আটকে রয়েছেন তারা। ইতিমধ্যে সেখানকার বিমানবন্দর একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে একটি বিশেষ চার্টার্ড বিমানে করে সরাসরি দিল্লী ফিরবেন তারা।
বার্বাডোজ থেকে বেরোনোর জন্য তাদের সোমবার সন্ধ্যা বা মঙ্গলবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ‘ইন্ডিয়া টুডে’ র বিক্রান্ত গুপ্ত যিনি এখন বার্বাডোজে রয়েছেন তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এখানে কারফিউর মতো পরিস্থিতি এবং কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না।’
আরও লেখেন, ‘ঝড় বেরিল আগামী ৬ ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বেরিলকে ক্যাটাগরি ৪ (দ্বিতীয় সবচেয়ে মারাত্মক ঝড়) এ আপগ্রেড করা হয়েছে। টিম ইন্ডিয়া হোটেলের ভেতরেই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে কেউ জানে না। ভ্রমণ পরিকল্পনা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।’
So the Barbados airport has been shut. It’s now a curfew like situation and nobody is allowed to step out. Hurricane Beryl is expected to hit in the next 6 hours. Already started drizzling. Beryl upgraded to Category 4 (the second most severe). Team India to stay indoors, packed…
— Vikrant Gupta (@vikrantgupta73) June 30, 2024
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর আইসিসি ট্রফি জিতলো ভারতীয় দল। ২০২৩ এর বিশ্বকাপ ফাইনালে পৌঁছেও হেরে যাওয়ার ক্ষতয় খানিকটা মলম দিলো টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। দেশে ফিরলে তাদের জমকালোভাবে স্বাগত জানানো হবে। তারই অপেক্ষায় রয়েছেন ভক্তরা।