১ টিও মশা থাকবে না, বাড়িতে লাগান ৫ গাছ, নাম জানুন

একদিকে গ্রীষ্মের দাবদাহে জর্জরিত অবস্থা মানুষের, অন্যদিকে মশার উপদ্রবও বেড়ে গিয়েছে বহুমাত্রায়। এই অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে জল জমে সেখানে মশারা বংশবিস্তার করে। ফলস্বরূপ ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়ার প্রকোপ পড়ে। এই পরিস্থিতিতে ঘর থেকে মশা তাড়ানোর উপায় হিসেবে বিভিন্ন রিফিল বা কয়েল ব্যবহৃত হয়। তবে সেগুলোর শারীরিক দিক দিয়ে ভীষণই ক্ষতি করে মানুষের। তবে আপনি চাইলে প্রাকৃতিক পদ্ধতিতেও মশা দূরে রাখতে পারেন বাড়ি থেকে। এর জন্য আপনাকে কয়েকটি গাছ লাগাতে হবে। আসুন তাহলে সেই গাছের সম্পর্কে জেনে নিন এই প্রতিবেদনে।

গাঁদা: গাঁদাফুল কমবেশি সকলের বাড়িতেই থাকে। মূলত সাজসজ্জা বা পুজোর কাজেই ব্যবহৃত হয় এই ফুল। তবে আপনি হয়তো জানেন না এই ফুলের গন্ধ মশা সহ্য করতে পারে না। তাই আপনি যদি বাড়িতে এই গাছ লাগান সহজেই মশা দূর হয়ে যাবে।

তুলসী: তুলসী গাছের এমনিতেই অনেক গুণাগুণ রয়েছে। বিভিন্ন অসুখে তুলসী পাতা ব্যবহৃত হয়। এই গাছ রাখলে মশারাও কিন্তু বাড়িতে আসে না।

লেমন বাম: এই গাছ বাড়িতে রাখলে মশার উপদ্রব কমে যাবে বহুকাত্রায়। আসলে এই গাছের একটি তীব্র গন্ধ রয়েছে যা মশা সহ্য করতে পারে না।

সিট্রোনেলা: এই গাছটিকেও আপনি মশানিরোধক হিসেবে ব্যবহার করতে পারেন। বাড়ির যে কোনো জায়গায় এই গাছটি লাগিয়ে নিন আর দেখুন মশা পালিয়ে যাবে বহুদূরে।

ল্যাভেন্ডার: অনেকে বাড়িতেই ল্যাভেন্ডার রুম ফ্রেশনার হিসেবে ব্যবহৃত হয়। এর আরো একটি গুণ রয়েছে। এটি মশা তাড়াতে সাহায্য করে। এটি আপনি ঘর সাজাতেও কাজেও ব্যবহার করতে পারেন আবার মশা তাড়াতেও।

আরও পড়ুন,
*সঙ্গীর ঘুম ভাঙানোর রোমান্টিক ৬ উপায়

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক