কলকাতার বুকে এবার তিনটি নতুন রুটের মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার জনপ্রিয় উৎসব দুর্গা পুজোর আগেই এই উদ্বোধন সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এবারের পুজোয় পরিবহন যে আরও সহজতর হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। কলকাতার তিন রুটের মেট্রোর উদ্বোধন হলে সাধারণ মানুষ অনেকটাই লাভবান হবেন। জানা যাচ্ছে, নতুন রুটের মেট্রো উদ্বোধনের জন্য চলতি মাসে কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী। আগামী ২২শে আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার। সেই কর্মসূচি থেকেই এই উদ্বোধনের কাজ সম্পন্ন করবেন তিনি।
তবে কোন তিন পথে মেট্রো ছুটবে? রেলের তরফে সেই ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, শিয়ালদহ-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) ও নোয়াপাড়া-জয় হিন্দ (বিমান বন্দর) স্টেশনগুলির মাঝে মেট্রো চলবে। এবারে গ্রিন লাইন ১-এর সঙ্গে গ্রিন লাইন ২ জুড়তে চলেছে। অপরদিকে ইয়েলো লাইনের সঙ্গে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটাগামী অরেঞ্জ লাইন। রেলের তরফে এই খবর প্রকাশ্যে আনা হয়েছে।
জানা যাচ্ছে, চলতি বছরের বাজেটে পশ্চিমবঙ্গ ১৩,৯৫৫ কোটি টাকা পেয়েছে। এই মূহুর্তে রেলের সমস্তরকম কাজকর্মের জন্য ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ১০১টি স্টেশনকে বিশ্বমানের রেলস্টেশন তৈরির কাজ চলছে। নতুন মেট্রো রুটের উদ্বোধন করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে উদ্বোধন করবেন ২২শে আগস্ট।
ইতিমধ্যে রেলের তরফে চিঠি দিয়ে আমন্ত্রণ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপি নেতা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে আমন্ত্রণ পাওয়ার পর সমাজ মাধ্যমে এমনটাই জানিয়েছেন। দুর্গা পুজোর আগে সাধারণ মানুষের জন্য নতুন মেট্রো রুট উদ্বোধন এক বিরাট উপহার হিসেবেই দেখছেন অনেকে। এর পাশাপাশি বাংলা থেকে ৯টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত ট্রেন চলাচল করে।