ঘন, ভরাট ভ্রু পেতে তিনটি তেলের জাদু: কীভাবে ব্যবহার করবেন জানুন

চোখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ভ্রুর ওপর। ভরাট, ঘন ভ্রু শুধু মুখের সৌন্দর্যই বাড়ায় না, চোখের কাঠামোকেও আরও স্পষ্ট করে। কিন্তু বয়স, ভুলরকম প্লাকিং, হরমোন, বা জেনেটিক কারণে অনেকেরই ভ্রু পাতলা হতে থাকে। ফলে অনেকেই মনে করেন, ঘন ভ্রু পাওয়া যেন অধরা স্বপ্ন। অথচ নিয়মিত যত্ন নিলেই ভ্রু ঘন হওয়ার সম্ভাবনা কম নয়। বিশেষ করে প্রাকৃতিক তেল—যার মধ্যে ক্যাস্টর অয়েল, নারকেল তেল এবং আমন্ড অয়েল সবচেয়ে বেশি কার্যকর বলে পরিচিত।

তেল ভ্রুর রোমের গোড়ায় পুষ্টি যোগায়, রক্তসঞ্চালন বাড়ায় এবং নতুন রোম গজাতে সাহায্য করে। সঠিক নিয়মে ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই চোখে পড়বে পার্থক্য।

ক্যাস্টর অয়েল: রোমের গোড়া শক্ত করে ভ্রু ঘন করে

ক্যাস্টর অয়েল বহুদিন ধরেই চুল ঘন করার ক্ষেত্রে জনপ্রিয়।

কী উপকার করে?
*ভ্রুর রোম ঘন হয়
*রোমের গোড়া শক্ত করে
*ভঙ্গুরতা কমায়
*নিয়মিত ব্যবহার করলে ভরাট ভাব বাড়ে

কীভাবে ব্যবহার করবেন?

*রাতে ভ্রু পরিষ্কার করে শুকিয়ে নিন
*কটন বা বাডে সামান্য ক্যাস্টর অয়েল নিন
*গোল করে আলতো মালিশ করুন
*রাতভর রেখে দিন যাতে তেল শোষিত হয়

নারকেল তেল: পুষ্টি জোগায় এবং খুশকি দূর করে

নারকেল তেল ভ্রুর রোমের গভীরে প্রবেশ করে ভেতর থেকে পুষ্টি দেয়।
উপকারিতা:
*প্রোটিন ক্ষয় রোধ করে
*রুক্ষতা কমায়
*ভ্রুর চারপাশে খুশকি থাকলে দূর করে

ব্যবহারবিধি:
*আঙুলে একফোঁটা তেল নিন
*ভ্রুতে আলতোভাবে লাগিয়ে গোল করে মালিশ করুন
*রাতে লাগালে ভালো ফল
*সকালে ধুয়ে ফেলতে পারেন

আমন্ড অয়েল: ভিটামিনে ভরপুর, নতুন রোম গজাতে সাহায্য করে

আমন্ড অয়েল ভিটামিন এ, বি, ই-তে সমৃদ্ধ—যা ভ্রুর রোম শক্তিশালী করে।

উপকারিতা:
*রোম পড়া কমায়
*ভ্রুর ঘনত্ব বাড়ায়
*ফাঁকা জায়গায় নতুন রোম জন্মায়

ব্যবহার:
*প্রতিদিন কয়েক ফোঁটা তেল ভ্রুতে লাগান
*দু’মিনিট মালিশ করুন
*কয়েক সপ্তাহে ফল লক্ষ্য করবেন

আরও পড়ুন,
শীতের শুষ্কতায় হাতের ত্বকে ছাল ওঠা? সুরক্ষায় মানুন সঠিক যত্ন

তিন তেলের মিশ্রণ: আরও দ্রুত ফল

যদি চান, ক্যাস্টর, নারকেল ও আমন্ড—তিন তেলই অল্প করে মিশিয়ে রাখতে পারেন।
এই মিশ্রণটি ভিটামিন ও পুষ্টিতে আরও সমৃদ্ধ, ফলে বাড়ে কার্যকারিতা এবং দ্রুত দেখা দিতে পারে পরিবর্তন।

আরও পড়ুন,
তিন নক্ষত্রের জাতিকারা কেন হন স্বভাবেই লক্ষ্মীমন্ত

শেষকথা
প্রাকৃতিক তেলের নিয়মিত ব্যবহার ভ্রু ঘন করার সহজ ও নিরাপদ উপায়। রাতে ভ্রু পরিষ্কার করে তেল লাগানোর অভ্যাস করলে কয়েক সপ্তাহের মধ্যেই পাতলা ভ্রুও হয়ে উঠতে পারে ঘন ও ভরাট। নিজের জন্য সবচেয়ে কার্যকর তেলটি বেছে নিন, আর শুরু করুন নিয়মিত যত্ন।

আরও পড়ুন,
শীতে বেশি চা পান কি বাড়ায় হাঁটুর ব্যথা? কী বলছেন চিকিৎসকেরা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক