অস্ত্রোপচার হবে দিতিপ্রিয়ার, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অভিনেত্রী, কীসের অস্ত্রোপচার হবে তার?

টলি পাড়ায় ছোটো পর্দার মাধ্যমে প্রবেশ হয় দিতিপ্রিয়া রায়ের। ধীরে ধীরে ছোটো পর্দায় তার অভিনয় জনপ্রিয় হয়ে ওঠে মানুষের কাছে। এরপর বড় পর্দায় ডাক পেতে সময় লাগেনি। ধীরে ধীরে সিনেমায় অভিনয় যেমন করেছেন তেমনই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন সহজেই। এবার পুজো কাটতে না কাটতেই মন খারাপ করা খবর এলো সামনে। জানা যাচ্ছে, বর্তমানে দিতিপ্রিয়া অসুস্থ। তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

আর তাই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। আর সেখানে তিনি লিখেছেন, “আমার একটি ছোটো অস্ত্রোপচার হবে। তাই আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। আমি সুস্থ হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো।” আর এরপরই সকলেই চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে।

কি হয়েছে দিতিপ্রিয়ার? জানা যাচ্ছে, দিতিপ্রিয়ার নাকে একটি হাড়ে সমস্যা দেখা দিয়েছে। যদিও এই সমস্যা বহুদিন ধরেই ছিল। দুই বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু কাজ ও ব্যস্ততার কারণে তা করা সম্ভব হয়নি। মাঝেমধ্যে নাক থেকে রক্ত পড়ত তার। আর এসব নিয়েই তিনি শ্যুটিং চালাতেন। অবশেষে এবার অস্ত্রোপচার হবেই।

IMG 20251008 171231 tHdOOM4I64

আর তার জন্যই কয়েকদিন শ্যুটিং থেকে বিরত থাকছেন অভিনেত্রী। সঠিক চিকিৎসা ও বিশ্রামের পর তিনি ফের তার কাজে ফিরে আসবেন। বর্তমানে জি বাংলার পর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জিতু কমল। ইতিমধ্যে ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

error: Content is protected !!