Astrology: বিষ্ণুদেবের আশীর্বাদে উন্নতি লাভ করেন এই ৩ রাশি

Astrology: These 3 signs prosper with the blessings of Lord Vishnu

Astrology: হিন্দুধর্ম মতে জ্যোতিষ শাস্ত্র অনেকটাই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের জীবনে। বিভিন্ন গ্রহ, নক্ষত্রের অবস্থান থেকে শুরু করে নির্দিষ্ট কিছু দেবতার আরাধনা করে বিশেষ ফল লাভ করেন ১২ টি রাশির জাতক-জাতিকারা। সেরকমই শাস্ত্র অনুসারে একাদশী তিথিকে ভগবান বিষ্ণুর আরাধনার দিন হিসেবে ধরা হয়। এদিন কিছু নিয়ম মেনে বিষ্ণুর আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায়।

প্রত্যেক রাশি কিছু না কিছু শুভ ফল লাভ করলেও এমন তিনটি রাশি রয়েছে যার ওপর ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। জেনে নিন রাশিগুলি সম্পর্কে।

বৃষ রাশি

নিয়মিত ভগবান বিষ্ণুর আরাধনা করলে এই রাশির জাতক-জাতিকারা সাফল্য লাভ করেন। সহজে বড়ো বড়ো সমস্যার সমাধান করে ফেলতে পারেন। ব্যবসার সাথে যুক্ত মানুষেরা উন্নতি লাভ করেন।

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের উপর ভগবান বিষ্ণু সদয় থাকেন। যারা কঠোর পরিশ্রম করছেন তারা সঠিক ফল লাভ করেন। প্রত্যেক কাজেই তারা সফলতা পান। আর্থিক দিক দিয়েও উন্নতি হয়। পাশাপাশি মা লক্ষ্মীর কৃপাও বর্ষিত হয়।

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের ওপরেও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ রয়েছে। তারা যে কোনো সমস্যা সহজে অতিক্রম করেন। নিজেদের ভালো অভ্যাস এবং ভালো চিন্তার কারণে খ্যাতি লাভ করেন। কর্মক্ষেত্রেও উন্নতি লাভ করেন দ্রুত। ফলে সকলের প্রশংসার পাত্র হয়ে ওঠেন।