নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে টলিউডের জনপ্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলির পুত্র উজান গাঙ্গুলির পরিচালনায় ‘কুরুক্ষেত্র’। মুক্তি পাওয়ার পরই তা এবার সেরা দশের মধ্যে নাম লিখিয়ে ফেলেছে। নেটফ্লিক্সের নতুন অ্যানিমেশন সিরিজ ‘কুরুক্ষেত্র’-র সুবাদে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ কৌশিক-পুত্র উজানের। গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে উজানের তৈরি করা প্রথম সিরিজ। এমনকি শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’-কে পিছনে ফেলে দিয়েছে সিরিজটি।
এর আগে ‘রসগোল্লা’, ‘লক্ষ্মীছেলে’-র সুবাদে অভিনয় জগতে নিজের পেশাদারিত্বের প্রমাণ দিয়েছিলেন উজান। এবার পরিচালনায় হাত দিয়ে বাজিমাত করলেন তিনি। গত ১০ই অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে উজান গাঙ্গুলি পরিচালিত সিরিজ ‘কুরুক্ষেত্র’। আর মুক্তির পরই তা জনপ্রিয় হয়েছে ও সকলের পছন্দের তালিকায় একেবারে এক নম্বরে নাম লিখিয়ে ফেলেছে। আর এই খবর প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসছেন উজান।
খবর
Sahara Money Refund: টাকা পেতে শুরু করেছেন সাহারার বিনিয়োগকারীরা, দীপাবলর পূর্বেই তালিকা প্রকাশ
যদিও ‘কুরুক্ষেত্র’ সিরিজটি তৈরি করা হয়েছে পুরোটাই অ্যানিমেশনের উপর নির্ভর করে। আর এই সিরিজটি তৈরি করার জন্য ২০২২ সাল থেকেই তা নিয়ে গবেষণা শুরু করে উজান ও তার টিম। ‘মহাভারত’-এর মহাকাব্যকে তুলে ধরা যেকোনো পরিচালকের কাছে একটি চ্যালেঞ্জিং কাজ। আর সেটিই নিপুণতার সঙ্গে করেছেন উজান। এই বিষয়ে উজানের বক্তব্য, তিনি যতটা সম্ভব মহাভারতের গল্পের মানকে অটুট রাখার চেষ্টা করেছেন।
বিনোদন
জুবিন গার্গের মৃত্যু রহস্যে এখনও ধোঁয়াশা, সুবিচারের আশায় স্ত্রী গরিমা শইকীয়া গার্গ
কারণ ছোটোবেলা থেকেই আমাদের সঙ্গে মহাভারতের নানান গল্প জড়িয়ে রয়েছে। তাই সেইদিকে লক্ষ্য রাখাও ছিল একটি বড় ব্যাপার। জানা যাচ্ছে, বর্তমানে উজান বাংলা ফিচার ফিল্মের কাজে হাত দিয়েছেন। এদিকে উজানের এমন সাফল্যে টলি পাড়ার পরিচালকরাও শুভেচ্ছা জানাতে ভোলেননি। বরং নতুন প্রজন্ম এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিকে তার জন্য তারা অভিবাদন জানিয়েছেন নতুন পরিচালক উজান গাঙ্গুলিকে।
জীবনযাপন
রেগে যেতে পারেন মা লক্ষ্মী, কোন সব বাড়িতে তুলসী গাছ ভুলেও লাগাবেন না?