Tumi ke: মুক্তি পেলো ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার প্রথম গান ‘তুমি কে’। মুক্তি পেতেই গানটিকে ভালোবাসা দিতে শুরু করেছেন ভক্তরা। ইতিমধ্যেই ইউটিউবে সেটা দেখে ফেলেছেন প্রচুর মানুষ। প্রত্যেকের মুখে একটাই কথা বেশ অন্য ধরনের একটি গান উপহার পেয়েছেন শ্রোতারা।
হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অরিত্র মুখার্জি পরিচালিত নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। যেখানে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, ঐন্দ্রিলা দত্ত, সোহম মজুমদারের মতোন অভিনেতারা। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সম্পন্ন হয়েছে সিনেমার শ্যুটিং।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো সিনেমার প্রথম গান ‘তুমি কে’ মুক্তি পেতে চলেছে আজ অর্থাৎ শুক্রবার মুক্তি পেলো সেই গান। যা রচনা করেছেন এবং পরিচালনা করেছেন অনুপম রায়। এমনকি শিল্পী হিসেবে রয়েছেন অনুপম রায় সাথে সৃজিতা মিত্র। ‘পার্টি অ্যান্থেম’ হিসেবে এটিকে আখ্যা দেওয়া হয়েছে।
শুধু তাই নয় টলিউডে এই প্রথমবার ট্যাঙ্গো নাচ উঠে এসেছে এই গানের মাধ্যমে। গানে তারকাদের রসায়ন ছিল চোখে পড়ার মতোন। তাইতো মুক্তি পেতেই তুমুল প্রশংসায় লাভ করেছে দর্শকমহলে। উল্লেখ্য, আগামী বছরের ২৩ শে জানুয়ারী সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
আরও পড়ুন
Alia-Ranbir: বহুমূল্য বাড়িতে ‘গৃহপ্রবেশ’ সম্পন্ন করলেন আলিয়া-রনবীর, ভাগ করে নিলেন একাধিক ঝলক

জানা গিয়েছে, এই সিনেমায় একটি ভৌতিক কাহিনীর পাশাপাশি বেশ কিছু রহস্য এবং হাস্যরস উঠে আসবে। ‘উইন্ডোজ’ প্রোডাকশনের ব্যানারে তৈরি সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন জিনিয়া সেন এবং গোধূলি শর্মা। আপাতত অপেক্ষা এই সিনেমা মুক্তির।
আরও পড়ুন
SRK-Kajol: শাহরুখ-কাজলের মূর্তি স্থাপিত হলো লন্ডনে! উচ্ছ্বসিত তারকা জুটি
#BhanupriyaBhooterhotel #Mimi #Tumike