রাজ্য সরকারের নতুন WB Free-Ship (WBFS) প্রকল্পে মেধাবী ছাত্রছাত্রীরা বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি পড়ার সুযোগ পাবেন। আবেদন চলছে ৭ নভেম্বর পর্যন্ত।
রাজ্যে নতুন Free-Ship প্রকল্প

রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য নতুন সুখবর এনেছে পশ্চিমবঙ্গ সরকার। উচ্চশিক্ষার খরচে ভুগছেন এমন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকার চালু করেছে ফ্রি-শিপ (WBFS) প্রকল্প। এই উদ্যোগের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসির মতো প্রযুক্তিগত কোর্সে পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা সম্পূর্ণ করতে পারবেন।

রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, যাতে অর্থের অভাবে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়। যদিও এই প্রকল্পের সূচনা হয়েছিল ২০১১ সালে, এবার নতুন শিক্ষাবর্ষে তা আরও বড় পরিসরে চালু হয়েছে।
প্রকল্পের মূল উদ্দেশ্য
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে একাধিক সমাজকল্যাণমূলক প্রকল্পের মতো এই প্রকল্পও মূলত গরিব ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।
আবেদন করার যোগ্যতা
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকারীকে রাজ্যের কোনো সরকারি বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল কলেজে ভর্তি হতে হবে।
পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
আবেদন প্রক্রিয়া
ফ্রি-শিপ প্রকল্পে আবেদন করা যাবে দুইভাবে — অনলাইন ও অফলাইন।
সরকারি কলেজের ছাত্রছাত্রীরা কলেজ থেকে ফর্ম সংগ্রহ করে পূরণ করবেন।
বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরা অনলাইনে সরকারি পোর্টালে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র
ডোমিসাইল সার্টিফিকেট
ভোটার কার্ড/আধার কার্ড ও রঙিন পাসপোর্ট সাইজ ফটো
ইনকাম সার্টিফিকেট (২.৫ লক্ষ টাকার মধ্যে আয়)
পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট ও সার্টিফিকেট
অ্যাডমিশন রসিদ
শেষ তারিখ
ফ্রি-শিপ (WBFS) প্রকল্পে আবেদন করার শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৫। আগ্রহী ছাত্রছাত্রীদের যত দ্রুত সম্ভব আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কলেজ বা সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
খবর
ভূ-রাজনৈতিক চাপে বিদেশ থেকে ৬৪ টন সোনা ফিরিয়ে আনল RBI
#WestBengal #FreeShip #WBFS #EducationScheme #Engineering #Pharmacy #Students #GovernmentScheme

