Rukmini Moitra: আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গোটা রাজ্য সহ দেশ জুড়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিকে দিকে চলছে প্রতিবাদ। গোটা রাজ্যের মানুষ প্রতিদিন ওই পাশবিক ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি করছেন ও বিচার চাইছেন। এই প্রতিবাদে সামিল হয়েছেন গোটা রাজ্যের নানান স্তরের মানুষ।
টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র তার ব্যতিক্রম নন। তাকে যদিও এখনও পর্যন্ত কোনো মিছিলে পা মেলাতে দেখা যায়নি। তবে তিনিও তার মতন করে প্রতিবাদে সামিল হয়েছেন। যখন শহরের বুকে সদ্য এই ঘটনা ঘটে গিয়েছে সেইসময় মরুর দেশে ছুটি কাটাচ্ছিলেন দেব ও রুক্মিণী। তারা তাদের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট করতে থাকেন নানান ছবি ও ভিডিও।
আর সেখানেই নেট দুনিয়ার মানুষ কটাক্ষ করতে ছাড়েননি তাদের। দেশে ফিরতেই দেবের বাবা অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে যেতে হয় রুক্মিণী ও দেবকে। তবে বাবাকে হাসপাতালে ভর্তি করিয়ে প্রতিবাদ মিছিলে হাজির হয়েছিলেন দেব। তবে রুক্মিণী সোশ্যাল মিডিয়া থেকেই তার প্রতিবাদ শুরু করলেন।
তিনি বলছেন, “ভারতীয় আইন সংহিতায় বেশ কিছু বদল আনা দরকার। এটিকে রিফর্ম করা হোক। কারণ, ধর্ষকদের জন্য শাস্তি আনা উচিত। ক্ষমা অযোগ্য শাস্তি খুব দরকার। এবং ধর্ষণের চিন্তা ভাবনা যাতে কমে, সেটা মাথায় রাখা দরকার। কীভাবে? ছোট থেকে শুরু করুন।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে, নিজের মুখের ভাষা সংযত করতে শিখুন। যেমন, কোনও মহিলার উদ্দেশ্যে মা-বোন সংক্রান্ত গালাগাল না করা। সে বন্ধু হোক, সহ-কর্মী কিংবা বস অথবা আত্মীয়, কিংবা কোনও কৌতুক-অভিনেতা হোক। সে কোন লিঙ্গের সেটা বড় কথা না। ধর্ষণ কালচার বন্ধ হোক, অস্বাভাবিক হোক।”
আরও পড়ুন,
*তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে তোলপাড় গোটা রাজ্য, ‘গভীর চক্রান্ত আছে’ মন্তব্য মন্ত্রী শোভনদেবের