প্রকাশ্যে শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন সকলের প্রিয় মীর আফসার আলী! যা দেখার পর প্রত্যেকের মনে একটাই প্রশ্ন তাহলে কি পরিবারে কিছু ঘটেছে? যে শাশুড়ির কাছে এভাবে ক্ষমা চাইতে হলো তাকে। আসুন সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক।
মীর নামটির সাথে সকলেই পরিচিত। রেডিও জকি হিসেবে আত্মপ্রকাশ করলেও ধীরে ধীরে বিভিন্ন রিয়্যালিটি শো সঞ্চালনা এমনকি সিনেমাতে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তবে কিছুদিন আগে রেডিও ছেড়েছেন তিনি। বর্তমানে ইউটিউবে নিজের পডকাস্ট চ্যানেল রয়েছে।
সেখানেই প্রত্যেক সপ্তাহে নিত্যনতুন গল্পের ডালি নিয়ে হাজির হয়ে যান তিনি। যা শুনতে বেশ পছন্দ করেন শ্রোতারা। অন্যদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। আসলে তার শাশুড়ির জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন তিনি।
লিখেছেন, ‘সারা দুনিয়াকে গপ্পো শোনায় যে ছেলেটি, আপনি তাকে জামাই না, ছেলে বলে ডাকেন। আপনার মেয়ে পর্যন্ত হিংসে করে আমায়। কিন্তু ওই যেটা বলছিলাম সবাইকে গপ্পো শোনায় যে, তার কাছে আপনার পাশে বসে গপ্পো করার ফুরসত জোটে না। জোটে আজকের মতো কিছু বিশেষ দিন। দুঃখিত মা, আমি এই বছর নিজের সবটা দিয়ে চেষ্টা করবো। শুভ জন্মদিন।’
ছবিতে দেখা যায় তার শাশুড়ি মা হাতে লাল গোলাপের তোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তার এই পোস্ট দেখার পর অন্যান্যরাও জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। উল্লেখযোগ্য, ২৭ বছরের দাম্পত্যজীবন মীর এবং তার স্ত্রী’র। যদিও সেখানে হাজারো ঝড়ঝাপটা এসেছে তবে একে অপরকে আগলে রেখেছেন দু’জন।