ফাইনালের দিন বার্বাডোজের মাঠেই প্রেমের প্রস্তাব পেলেন বহুল সমালোচিত ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। গত ২৯ শে জুন বার্বাডোজের মাঠে সম্পন্ন হয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ফাইনাল ম্যাচ। দীর্ঘ ১১ বছর পর আইসিসি ট্রফি জয় করলো ভারত।
আর এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২৪ জেতার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন হার্দিক। এদিন তাকেই প্রেমের প্রস্তাব দিয়েছেন একাধিক মহিলারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ছবিতে দেখা যায় একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। ‘যেখানে লেখা হার্দিক ৩৩ আমি তোমাকে ভালোবাসি।’
এই ক্রিকেটারের জীবন নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কয়েক মাস আগে রীতিমতো ওলট-পালট হয়ে গিয়েছে তার জীবন। একদিকে নতুন আইপিএল ফ্রাঞ্চাইজি তার সাথে অধিনায়কত্ব। যা তাকে তুমুল সমালোচনার সম্মুখীন করেছিল।
রোহিত শর্মাকে সরিয়ে তাকে অধিনায়ক বানানো মোটেই পছন্দ করেননি দর্শকেরা। গালিগালাজ থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল তাকে। খুব একটা ভালো ফর্মও ছিল না। এর সাথে যোগ হয় ব্যক্তিগত টানাপোড়েন। শোনা যায় শ্রী নাতাশার সাথে বিচ্ছেদ হতে চলেছে তার। সব মিলিয়ে বলতে গেলে তার জীবন চড়াই-উতরাইয়ে ভরে গিয়েছিল।
তবে তিনি কখনোই হাল ছাড়েননি। নতুন দমে ফিরেছিলেন মাঠে। আর তার ওপর আস্থা রেখেছিলেন রোহিত। সেই বিশ্বাসেরই মর্যাদা দিয়েছেন তিনি। নিজের সবটা দিয়েছেন খেলার মাঠে। ম্যাচ শেষে চোখের জলে ভাসতে দেখা যায় হার্দিককে। এ যেন শুধু কাপ নয় আত্মবিশ্বাস ও সকলের ভরসা ফিরে পেয়েছেন তিনি।