ঘোর বিপদে পড়েছেন উরফি জাভেদ, সাহায্যের আর্জি জানিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

তার চিন্তাভাবনা এবং আগ্রহ সবটাই শেষ হয়ে গিয়েছে তাই এবার দর্শকদের কাছে সাহায্যের জন্য আর্জি জানালেন উরফি। সম্প্রতি এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া খ্যাত এই ক্রিয়েটর। প্রত্যেকেই জানেন তিনি মূলত তার পোশাকের জন্য জনপ্রিয়।

নিজের সমস্ত পোশাক নিজের আইডিয়া দিয়েই তৈরি করেন তিনি। প্রথমদিকে যদিও থাকে তুমুল কটাক্ষের সম্মুখীন হতে হতো তবে ধীরে ধীরে প্রশংসার পাত্র হয়ে উঠেছেন সকলের কাছে। এখন বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা উরফি ফ্যাশন দুনিয়ায় নতুনত্ব এনেছেন।

আরও পড়ুন,
টলিউডে দুই দশক! প্রথম পোর্টফোলিও শ্যুটের ছবি পোস্ট করে আবেগে ভাসলেন দেব

তবে ইতিমধ্যেই তিনি প্রচুর ধরনের পোশাক বানিয়ে ফেলেছেন। ফলস্বরূপ তার চিন্তার ভান্ডারে ঘাটতি দেখা গিয়েছে। সেই কথাই তিনি জানিয়েছেন সকলের কাছে। একটি ভিডিও পোস্ট করেছেন নতুন একটি পোশাক তৈরি। ক্যাপশনে লিখেছেন, ‘কেউ কোনো আইডিয়া দাও। আজকাল মাথায় কিছু আসছে না। মোটিভেশন এবং আইডিয়া দুটোই মৃত সাহায্য করো।’

আরও পড়ুন,
একরত্তি ইয়ালিনির মায়ের সঙ্গে বকবক, কী বলল ইয়ালিনি? সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

একইসাথে যে পোশাকটি তৈরি করেছেন সেটি মূলত সিডির আদলে। দুটি সিডি ক্যাসেট একে অপরের সাথে লাগানো রয়েছে। অন্ধকারে তার মধ্যে জ্বলে উঠছে আলো। পোশাকটি তৈরি করা থেকে শুরু করে সেটি পরে সকলের সামনে আসা সবমিলিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

কমেন্টে প্রশংসা করেছেন ভক্তরা। কেউ কেউ বলেছেন উরফি সকলের থেকে অনেকটা এগিয়ে চিন্তাভাবনা করেন। তাই যা কেউ ভাবতেই পারেন না তা দিয়ে তিনি পোশাক তৈরি করে ফেলেন। অন্যদিকে কিছুদিন আগেই ফোলা ঠোঁটের কারণে সমালোচিত হয়েছিলেন ভীষণভাবে।

error: Content is protected !!