Uorfi: অ্যালকোহল নয় শুধু জল! কেমন কাটলো উরফির জন্মদিন? জানালেন এই পোস্টে

Uorfi: কোনোরকম অ্যালকোহল নয় কোনো আরম্বর নয় খুবই সাধারণভাবে জন্মদিন পালন করলেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ (Uorfi Javed)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যদিও অন্যান্য সময় তাকে ভীষণ উচ্ছ্বাস ও উন্মাদনায় দেখা যায়, তবে এবারের জন্মদিনটা সাধারণভাবে কাটালেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় কখনো ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো ঘরোয়া খাবার সামনে সাজিয়ে রেখেছেন। শুধু তাই নয় প্রার্থনা করতেও গিয়েছিলেন নিজের ধর্মস্থলে।

বিনোদন
চূড়ান্ত রোমান্টিক! রণজয়-শ্যামৌপ্তির পাহাড়যাত্রা নিয়ে প্রেমের জল্পনা তুঙ্গে

ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘জন্মদিন ছিল খুবই সাধারণ। কোনো অ্যালকোহল নয়, শুধু জল, শুধু সর্ষের শাক আর অনেক অনেক চিনিবিহীন কেক। তাদেরকে ধন্যবাদ যারা আমাকে ফুল, উপহার এবং কেক পাঠিয়েছেন। আমার কাছে এগুলোর মূল্য অনেক।’

বিনোদন
‘মহাভারত’ কখনও পড়েননি ‘কর্ণ’ চরিত্র খ্যাত পঙ্কজ ধীর : ‘ভীষ্ম’ মুকেশ খন্না

এই ছবিগুলো দেখার পর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। প্রত্যেকেই তাকে আগামী জীবনের জন্য শুভকামনায় ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ায় মূলত অদ্ভুত পোশাকের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন উরফি। প্রথমদিকে যদিও তাকে সমালোচনায় ভরিয়ে তোলা হতো।

তবে ধীরে ধীরে এখন তাদেরই মুখে প্রশংসার বন্যা। তার ফ্যাশন সেন্স বেশ পছন্দ করতে শুরু করেছেন সকলে। অন্যদিকে শুরুতে অদ্ভুত সব কাণ্ডকারখানা করলেও ধীরে ধীরে নিজেকে পাল্টে ফেলেছেন উরফি। এখন তার মধ্যে খুব বেশি উশৃঙ্খলা দেখা যায় না বরং ভীষণ সাধারণভাবে থাকতে পছন্দ করেন তিনি। এই বিষয়টি নেটিজেনদেরও ভালো লাগতে শুরু করেছে।

খবর
Gujarat: গুজরাটে রাজনৈতিক ভূমিকম্প! মুখ্যমন্ত্রী বাদে সকল মন্ত্রীর পদত্যাগ, চাঞ্চল্য রাজ্যে

error: Content is protected !!