গীতাপাঠ অনুষ্ঠানে ‘নিরামিষ–আমিষ’ বিতর্কে উত্তাপ, জামিন পেয়েই পাল্টা অভিযোগ অভিযুক্তদের

কোলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গীতাপাঠ অনুষ্ঠানের দিন প্যাটিস বিক্রি নিয়ে শুরু হওয়া উত্তেজনা রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তুলেছে। অভিযোগ, নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে—এই দাবি ঘিরে শুরু হয় তর্কাতর্কি, যা মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে। প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেন। এর কিছু ঘণ্টার মধ্যেই ব্যাঙ্কশাল আদালত মারধরের অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্তকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়।

জামিনে মুক্তি পেয়েই পাল্টা দাবি তুলেছেন ওই তিন ধৃত। তাঁদের অভিযোগ, প্যাটিস বিক্রেতা ইচ্ছাকৃতভাবে আমিষ প্যাটিসকে নিরামিষ বলে ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা প্রতিবাদ জানান এবং পরে ময়দান থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।

অভিযুক্তদের পক্ষের আইনজীবীর দাবি, পুরো ঘটনাটি ‘‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে প্রচার’’ করা হচ্ছে। তাঁর কথায়, প্রথমে নিরামিষ প্যাটিস বলে আমিষ দেওয়া হচ্ছে এমন বিভ্রান্তি থেকেই ক্রেতারা ক্ষুব্ধ হন। সেই উত্তেজনা থেকেই ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

অন্যদিকে, সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় অভিযুক্তদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানান, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলেই বিক্রেতাকে হেনস্তা করা হয়েছিল। তাঁর দাবি, বিষয়টি গুরুতর এবং জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত ছিল। তবে শেষ পর্যন্ত আদালত তিন অভিযুক্তকেই জামিন দেয়।

আরও পড়ুন
ইন্ডিগোর বিভ্রাটে ক্ষতিপূরণ ঘোষণা: ভোগান্তি-পীড়িত যাত্রীদের জন্য ১০ হাজার টাকার ট্র্যাভেল ভাউচার

ঘটনাটি এখন রাজনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্রেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরামিষ–আমিষ ইস্যুতে উত্তেজনা, তার জেরে সংঘর্ষ, আর পরপর অভিযোগ—সব মিলিয়ে তদন্তের দিকেই এখন নজর সবার।

আরও পড়ুন
গড়বেতায় থামবে দিঘা–পুরী–রাঁচি–কামাখ্যার একাধিক ট্রেন, বছরশেষে যাত্রীদের বাড়তি সুবিধা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক