ভেঙ্কটেশ প্রভুর দেওয়া উপহার, ১৫০ কোটি টাকার বাড়ি কেনা বিতর্কে কি জবাব দিলেন ধনুশ?

‘রাস্তায় জন্মে কি জীবনের শেষ পর্যন্ত রাস্তাতেই থাকতে হবে?’ বাড়ি কেনা সংক্রান্ত সমালোচনার উত্তরে এমনটাই জবাব দিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ধনুশ। আসলে সম্প্রতি চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে ১৫০ কোটি মূল্যের একটি বাড়ি কিনেছেন তিনি। সেই এলাকাতেই রয়েছে রজনীকান্ত এবং প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বাসভবন।

নতুন বাড়ি কেনার পর গৃহপ্রবেশের অনুষ্ঠান করেছিলেন তিনি। তবে তার এই বহুমূল্যের বাড়ি কেনা নিয়ে নানান সমালোচনা হচ্ছে দর্শকমহলে। বিভিন্ন কটাক্ষ উঠে এসেছে তার বিরুদ্ধে। তবে তারই উত্তর দিয়েছেন অভিনেতা। আসলে তার আগামী সিনেমা ‘রায়ান’এর অডিও লঞ্চের সময় বিষয়টি নিয়ে কথা বলেন।

বলেন, ‘যদি আমি আগে জানতাম যে পোয়েস গার্ডেনে একটি বাড়ি কেনা নিয়ে এতো আলাপ-আলোচনা হবে বা এই বিষয়টাকে এতো বড়ো করে দেখা হবে তাহলে আমি তার পরিবর্তে একটি ছোট অ্যাপার্টমেন্ট কিনতাম। আমার মতো একজন ব্যক্তির কি পোয়েস গার্ডেনে একটি বাড়ি কেনা উচিত নয়? রাস্তায় জন্মে কি জীবনের শেষ পর্যন্ত সেখানেই থাকতে হয়?’

একইসাথে এও জানান তিনি সেখানে কেন বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘যখন আমার ১৬ বছর বয়স ছিল তখন আমি আর আমার বন্ধু বাইকে করে ঘুরছিলাম। আমি থালাইভার বাড়ি দেখতে চাইছিলাম। দেখলাম তার বাড়ির সামনে বিশাল ভীড়। একইসাথে সেখানে জয়ললিতার বাড়ি জানতে পারলাম। এরপরে সেখানে বাড়ি কেনার ইচ্ছা জাগলো।’

এখানেই থেমে থাকেননি তিনি। তার জীবনের কঠিন লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি। জানান তার জীবনে কতটা সংগ্রাম এসেছে। উল্লেখ্য, ‘থুল্লুভাধো ইলামাই’এর মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ এরপর তিনি। ২০ বছর কাজ করে এই বাড়িটি কিনতে পেরেছেন। তার মতে এটি ১৬ বছর বয়সী ধনুশকে ভেঙ্কটেশ প্রভুর দেওয়া উপহার।

আরও পড়ুন,
*বউ চুরি! গাঁটছড়া’র পর নব রূপ রিয়াজের, বিপরীতে ‘কমলা’