স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন শ্রী জগদীপ ধনখড়। সম্প্রতি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেখানে লেখা, ‘স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।’
‘আমার মেয়াদকালে অবিচল সমর্থন এবং চমৎকার কর্মসম্পর্ক বজায় রাখার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত মন্ত্রী পরিষদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য, এবং আমার দায়িত্ব পালনকালে আমি অনেক কিছু শিখেছি।’
‘সকল মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে আমি যে উষ্ণতা, আস্থা এবং স্নেহ পেয়েছি তা সর্বদা আমার স্মৃতিতে লালিত থাকবে এবং স্নেহের পাত্রে পরিণত হবে। আমাদের মহান গণতন্ত্রে উপরাষ্ট্রপতি হিসেবে আমি যে অমূল্য অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি অর্জন করেছি তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
একুশে জুলাই তিনি রাজ্যসভায় পাঁচ জন নতুন সদস্যের শপথ সম্পন্ন করিয়েছেন। এদিন সন্ধ্যায় তিনি তার পদত্যাগ পত্র জমা দেন। ভারতের ইতিহাসে তিনি তৃতীয় এমন উপরাষ্ট্রপতি যিনি মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলেন। এর আগে রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ার পর ভি.ভি গিরি এবং আর. ভেঙ্কটরমনও পদত্যাগ করেছিলেন।
অন্যদিকে, বেশ কিছু সময় ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন জগদীপ ধনখড়। গত মার্চ মাসে হৃৎজনিত কারণে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। উল্লেখযোগ্য, ২০২২ সাল থেকে তিনি উপরাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। এছাড়াও ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।