রবিবার গভীর রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলকে চমকে দেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। মাত্র ৩৭ বছর বয়সে অভিনয় জীবন থেকে ইতি নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তার এই পোস্টের পর সিনেমাপ্রেমীদের মন খারাপ। কিন্তু তিনি কী কারণে সিনেমা জগত থেকে সরে যাচ্ছেন বা আগামীতে তার কী পদক্ষেপ রয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। কেরিয়ার যখন মধ্যগগনে সেইসময় এমন সিদ্ধান্ত অবাক করেছে অনেককে।
বিক্রান্ত অভিনীত ‘১২ ফেল’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর তা মানুষের প্রশংসায় ভরে যায়। এমন একজন গুণী অভিনেতার এমন সিদ্ধান্ত ব্যথিত করেছে সিনেমাপ্রেমীদের। অভিনেতার অনুগামীরা তার এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না। এর নেপথ্যে কী কারণ তা জানতে উদগ্রীব সকলে। এরই মাঝে বিক্রান্তের অবসর গ্রহনের কারণ প্রসঙ্গে মুখ খুললেন এক পরিচালক।
তার কথায়, বিক্রান্ত অভিনয় দক্ষতার জেরে কাজের সুযোগ পাচ্ছেন। দর্শকের কাছে তার জনপ্রিয়তা যাতে কমে না যায় সেই কারণে তার এই সিদ্ধান্ত। যাতে বিক্রান্তকে একের পর এক ছবিতে অভিনয় করতে দেখতে দর্শকের যাতে একঘেয়েমি না চলে আসে সেই কারণে তিনি আপাতত রুপোলী জগত থেকে সরে যেতে চাইছেন।
বিক্রান্ত বর্তমানে সিনেমা থেকে ওটিটি সবেতেই ডাক পাচ্ছেন। পরিচালকের কথায়, “বিক্রান্তের কথাবার্তাতেই বোঝা যেত অনেক বেশি ছবিতে কাজ করে ফলেছেন। দর্শকের হয়তো ওঁর প্রতি অনীহা জন্মাতে পারে। তাই খানিক বিরতি নিয়ে ব্রেক কে বাদ ফিরে আসাটাই বুদ্ধিমানের। এইরকম সিদ্ধান্ত সাহসেরও প্রয়োজন। কখনও কখনও এই রকম সিদ্ধান্ত নিলে ক্ষতি কী?”
বলিউডের এক ব্যবসায়ীর কথায়, বিক্রান্ত হয়তো নিজেকে নতুনভাবে মেলে ধরতে চাইছেন। আগামী ছবি ডন-৩ ছবির জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও আসল কারণ কী তা জানা যায়নি। এদিকে বিক্রান্তের অবসর ঘোষণা পরের দিন ‘The Sabarmati Report’ ছবিটি সংসদ ভবনের বেলাযোগী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসে সিনেমাটি দেখেন বিক্রান্ত মাসে।