দুই সন্তানকে সিংহের পিঠে বসালেন পিতা! পশুরাজের ভয়ঙ্কর গর্জন, তারপর

পশুরাজ সিংহ চোখ বন্ধ করে আরাম করছিল। খাঁচার ভেতরে গমন করলেন এক মধ্যবয়সী ব্যক্তি। তার সাথে ছিল একটি বাচ্চা। তিনি শিশুটিকে সিংহের পিঠে তুলে দিলেন। তার কিছুক্ষণ পরে আরেকটি বাচ্চা এলো। তাকেও তোলা হয়েছিল পশুরাজ সিংহের ওপর।

কিছুক্ষণের পরে বিপদ। সিংহের গম্ভীর চিৎকার। তাড়াতাড়ি করে ছুটে কোনমতে তারা জীবন বাঁচালেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন ভিডিও। তারপর নেটিজনদের দোষের সম্মুখে পড়েছে ওই তত্ত্বাবধায়ক। ওই তত্ত্বাবধায়ক বাচ্চাদের পিতা বলেই মনে করা হচ্ছে।

সিংহের পিঠে শিশুদের তুলে দেওয়া ভিডিওটি কোথাকার তা সঠিক জানা যায়নি। তবে তত্ত্বাবধায়ক ছিলেন বেপরোয়া বলে দোষারোপ করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে খাঁচার ভেতর হঠাৎ এক মধ্যবয়সী লোক দুটি শিশুকে নিয়ে প্রবেশ করেন। একজন উপহাস্য করতে করতে জোরজবস্তি সিংহের পিঠে ওঠানোর চেষ্টা করছে। প্রথমবার তুলতে না পারলেও দ্বিতীয়বার তুলে দিয়েছে সিংহের পিঠে।

সিংহটি যদিও পুরো বিষয়ে দৃষ্টি দেয়নি। উদাসীন ভাবে অপরদিকে দৃষ্টিতে চেয়ে ছিল সে। তিনি এখানে সমাপ্ত করেননি। দ্বিতীয় বাচ্চাটিকেও পশুরাজ সিংহের পিঠে চাপিয়ে দেয়। এতক্ষণ পর্যন্ত তবুও ঠিক ছিল। ওই লোকটি সিংহের সম্মুখে গিয়ে কেশরে হাত দেওয়ার চেষ্টা করেন।

তারপরই সিংহের ধৈর্য ক্ষমতা ভেঙে গেল। সিংহটি ক্ষুব্ধ হয়। সারা দেহ নাড়িয়ে উঠতেই বাচ্চা দুটি পড়ে যায় মাটিতে। চিৎকার করে ওই লোকটির দিকে এগিয়ে যায়। তারপরেই দুই বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যায় সেখান থেকে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক