স্বামী বিরাটকে ‘দস্যু’ বললেন অনুষ্কা! জানুন কারণ

যদিও তারা ভীষণভাবে স্বাস্থ্য-সচেতন তবে কিছু কিছু সময় কাছের মানুষদের জন্য নিয়ম ভাঙাই যায়। সেরকমটাই করতে দেখা গেল জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। বর্তমানে সপরিবারে অস্ট্রেলিয়ায় রয়েছেন তারা।

যেহেতু ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলছে তাই তাদের সেখানেই থাকতে হচ্ছে। তবে শুধুমাত্র খেলাই নয় পরিবারের সাথেও কিন্তু সময় কাটাতে ভুলছেন না বিরাট। যার ঝলক সম্প্রতি তুলে ধরেছেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে দুটি স্টোরি পোস্ট করেছেন তিনি।

যার একটিতে দেখা যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং প্র্যাটিস, ওপরে লেখা ‘শ্রেষ্ঠ দিন’। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন অনুষ্কা এবং বিরাট। সেখানে ক্যাপশনে আবার একটি মজার বিষয় লিখেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘দস্যু এবং লঙ্কা।’

হয়তো অনেকেই জানেন বিরাট এবং অনুষ্কা ভীষণই চঞ্চল স্বভাবের। তাইতো মাঝেমধ্যেই খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় তাদের। সেরকমটাই হয়েছে এই ছবির ক্ষেত্রেও। তাইতো তিনি ক্যাপশনে এমনটা লিখে দিয়েছেন। এই ছবি দেখার পর বেশ মজা পেয়েছেন অনুরাগীরা।

উল্লেখযোগ্য ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার এই জুটির। যদিও কাউকেই এখনো প্রকাশ্যে আনেননি তারা। বরাবর জানিয়েছেন যখন তাদের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত হবে তখনই তাদের ছবি প্রকাশ্যে আনা হবে। ততদিন পর্যন্ত তাদের আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ‘বিরুষ্কা’। আর তাদের এই সিদ্ধান্তকে সম্মান করেন ভক্ত তথা মিডিয়ার লোকজনেরাও।