বার্মিংহামে ঐতিহাসিক শতরান, রেকর্ড ভাঙলেন শুভমন, তার উদ্দেশ্যে বিশেষ বার্তা বিরাট কোহলির

এদিন শুভমন গিলের খেলা দেখে মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। এদিন যেনো তিনিই শুধু মাঠে ব্যাট হাতে রাজত্ব করলেন। বলা ভালো, ভারতীয় দলের অধিনায়ক ব্যাট হাতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে রীতিমতো শাসন করলেন। সর্বকালের সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় একেবারে প্রথমে উঠে এলেন শুভমন গিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি রান করেন ২৬৯। দ্বিতীয় ইনিংসে রান করেন ১৬১।

গিলের এমন ব্যাটিংয়ে সকলেই মুগ্ধ। আর সেই তালিকায় রয়েছেন স্বয়ং বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সেভাবে কিছু পোস্ট করতে দেখা যায় না বিরাট কোহলিকে। কিন্তু গিলের এমন খেলা দেখার পর তিনিও আর স্থির থাকতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় গিলের ছবি স্টোরিতে দিয়ে সেখানে তাকে বাহবা জানিয়েছেন বিরাট।

বিরাট লিখেছেন, “দারুণ খেলেছ স্টারবয়। প্রতি মুহূর্তে নতুন ইতিহাস লিখছ। এখান থেকে এবার সামনে এগিয়ে যাও। তুমি এই সবকিছুর অধিকারী।” এদিকে দীর্ঘ ৫৪ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন গিল। এজবাস্টনে ঠিক ৫৪ বছর আগে সুনীল গাভাসকর দ্বীশতরানের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। অবশেষে সেই একই স্টেডিয়ামে গিল সেই রেকর্ড ভাঙলেন।

রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকরের পর তৃতীয় ভারতীয় ব্যাটস্ ম্যান হিসেবে SENA দেশে এক ম্যাচে তিনশোর বেশি রান করলেন গিল। ইংল্যান্ডের সামনে সিরিজ ২-০ করার জন্য লক্ষ্য হলো ৬০৮ রান। চতুর্থ দিনে শেষ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৬ ওভারে ৭২/৩ রান করে। বাকি ৯০ ওভারে ম্যাচের পঞ্চম দিনে ইংল্যান্ডকে আরও ৫৩৬ রান তুলতে হবে।

তবে বলা যায়, প্রথম ইনিংসের মতো ফের আকাশদীপ প্রতিপক্ষকে এক কঠিন অবস্থায় ফেলতে চাইছেন তা বলাই যায়। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে তিনি দুই উইকেট নিয়ে ফেলেছেন। তবে এত কঠিন লড়াইয়ের পর জয়ের শেষ হাসি কে হাসে এখন সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। তবে এই খেলায় ভারতীয় অধিনায়ক শুভমন গিলের খেলা মন জয় করে নিয়েছে সকল ভারতীয়র।

error: Content is protected !!