Virat: প্রথমবারের জন্য মহিলা ক্রিকেট বিশ্বকাপে জয়ী ভারত! কোন বিশেষ বার্তা দিলেন বিরাট কোহলি? জানুন

Virat Kohli: ১৯ শে নভেম্বরে সেই অভিশপ্ত রাতের ক্ষতে অবশেষে প্রলেপ দিলো ২রা নভেম্বর। সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করলো ভারত। বর্তমানে আবেগে ভাসছেন গোটা ভারতবাসী। সেই তালিকাতেই রয়েছেন আরও এক ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli)।

১৯ শে নভেম্বরের সেই ব্যর্থতার রাত দেখেছেন তিনিও। তাই শেষ মুহূর্তে এসে ট্রফি হাতছাড়া হয়ে যাওয়ার কষ্টটা বেশ ভালোভাবেই বোঝেন। যদিও সেই কষ্ট অনেকটাই কমিয়ে দিয়েছে মহিলা দলের এই বিশ্বজয়ী হওয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বিরাট ভাগ করে নিয়েছেন আবেগঘন বার্তা।

লিখেছেন, ‘মেয়েরা ইতিহাস তৈরি করেছে এবং একজন ভারতীয় হিসেবে এতো বছরের কঠোর পরিশ্রম অবশেষে বাস্তবে রূপ পেয়েছে দেখে আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না। এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের জন্য হরমন এবং তাদের পুরো দলকে প্রশংসা এবং অভিনন্দন।’

‘পর্দার আড়ালে কাজ করার জন্য পুরো দল এবং ব্যবস্থাপনাকে অভিনন্দন। ভারতবর্ষকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করো। এটি আমাদের দেশে এই খেলাটি গ্রহণের জন্য পরবর্তী প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করবে। জয় হিন্দ।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারতীয় দল। প্রথম ইনিংসে খেলার পর লক্ষ্য স্থির করেছিল ২৯৯। তবে অনেক আগেই ছন্দপতন হয় সাউথ আফ্রিকার। ৫২ রানে প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে প্রথমবারের জন্য জয়ী হয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। আয়োজক দেশ হিসেবে ভারতের এই জয় লাভ স্বাভাবিকভাবেই গৌরবের। আপাতত সেই খুশিতে ভাসছেন গোটা দেশবাসী।

আরও পড়ুন
বিমান ভাড়ার টাকা ছিল না ভারতীয় মহিলা ক্রিকেট দলের! নিজের খরচে ইংল্যান্ড পাঠান মন্দিরা বেদী, জানুন অজানা ইতিহাস

#Virat #Icc #womencricketworldcup

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক