kmc 20240716 180535

টলিউডের তারকারা ভাড়া করা পোশাক পরে গিয়েছিলেন অনন্ত আম্বানি এবং রাধিকার মার্চেন্টের বিয়েতে। নাম না করে এমনই কটাক্ষ করলেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি। আমরা সকলেই জানি যে বেশ কিছুদিন ধরে বিবাহ অনুষ্ঠান চলছে আম্বানি পরিবারে।

যেখানে উপস্থিত ছিলেন বলিউড থেকে শুরু করে হলিউডের তারকারা। এমনকি সবাইকে চমকে দিয়ে সেখানে বেশ কিছু টলিউড তারকাদের দেখা যায়। যে তালিকায় রয়েছেন রিয়া সেন, রাইমা সেন, রুক্মিণী মৈত্র, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ।

যা দেখার পর শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘‘নোংরা এগজিবিশন চলছে। মানুষ সেগুলোই গিলছে। আমাদের এখানের তারকারা ভাড়া করা পোশাক আর গয়না পরে ছবি তুলে বোঝাচ্ছে তারা ভিভিআইপি। আর কিছু মানুষ তাদের দেখে বলছে বাঙালী হিসেবে ‘গব্বো’ বোধ হচ্ছে।”

আরও লেখেন, ‘এবার আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গিয়েছে বিয়ের সার্কাসে নয় স্বর্গে। পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না। সবার হাতে কালারড ব্রেসলেট লক্ষ্য করবেন, তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া অবধি যেতে পারবেন। আর তারপর যেতে দেবে না।’

Sreelekha Mitra 17211065381662

যা দেখে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘বিয়ের সমার্থক শব্দ এখন সার্কাস।’ আবার কারো মতে, ‘হাতের ব্রেসলেটটা যে গলায় পরানো সেটা কেউ বুঝতে পারছে না।’ সবমিলিয়ে বলতে গেলে টলিউডের তারকাদের উপস্থিতি নিয়ে তুমুল সমালোচনা সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখযোগ্য, কয়েক মাস আগে সম্পন্ন হয়েছে রাধিকা এবং অনন্তর প্রাক-বিবাহ অনুষ্ঠান। এরপর ১২ থেকে ১৪ই জুলাই অনুষ্ঠিত হলো বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বলিউডের সমস্ত তারকারা।

আরও পড়ুন,
*অন্তর্বাস নিয়ে ছবি তোলা ছেলেটি নয়, বাংলাদেশের মুখ শহিদ ছাত্ররা! লিখলেন শ্রীলেখা