ফের টলি পাড়ায় বেজেছে বিয়ের সানাই। বিয়ে লেগেছে টলিউডের অন্দরে। আর এই বিয়ে নিয়ে মিডিয়ার মাধ্যমে বহুদিন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে। অবশেষে কানাঘুষো পাওয়া খবরই এবার সত্যি হল। গত ১৫ই জুলাই দক্ষিণ ২৪ পরগণার এক খামার বাড়িতে চার হাত এক হলো টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গাঙ্গুলির৷
আর তাদের বিয়ের পর সকলেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। একেবারেই সাদামাটাভাবে বিয়ে সেরেছেন সোহিনী ও শোভন। বিয়েতে বাঙালি বধূর মতন সেজেছিলেন সোহিনী। তার পাশাপাশি শোভনকে দেখা গিয়েছে সাদা পাঞ্জাবিতে। দু’জনের গলায় মোটা ফুলের মালা। বিয়ের বেশ কিছু মূহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শোভন ও সোহিনী।
প্রাক্তনের বিয়ের দিনই সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের ভিডিও পোস্ট করলেন স্বস্তিকা। তবে কি প্রাক্তনের বিয়ের দিন তিনিও গাঁটছড়া বাঁধলেন? কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন স্বস্তিকা? এমন প্রশ্ন উঠছে চারিদিক থেকে। গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো মণ্ডপে বাসন্তী রঙের শাড়ি পরে ফুলের সাজে ধরা দিলেন স্বস্তিকা।
তবে জানা গিয়েছে, এই সাজ তার বিয়ের নয়, বরং তার একটি নতুন মিউজিক ভিডিও সামনে আসছে। এটি সেই মিউজিক ভিডিও। এই ভিডিওতে জনের সঙ্গে জুটি বেঁধেছেন স্বস্তিকা। মিউজিক ভিডিওতে গানটি গেয়েছেন ঈশান মিত্র৷ এই মিউজিক ভিডিও নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বস্তিকা। তিনি জানিয়েছেন, এখনও তার ভিডিওটি দেখা হয়নি।
তবে জনের সঙ্গে কাজ করে তার খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি। এদিকে যেদিন তার প্রাক্তনের বিয়ে সেদিন তিনি গায়ে হলুদের ভিডিও পোস্ট করায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছিল। সোহিনীর আগে স্বস্তিকার সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেেন শোভন। তাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল। তবে এদিন এসব বিষয় নিয়ে কোনে মন্তব্য করেননি স্বস্তিকা।