Indian Idol 16: হাতে দোতারা, পরনে পাটানি, ইন্ডিয়ান আইডলে রাজবংশী কন্যা বনশ্রীর ঝলক, মুগ্ধ শ্রেয়া ঘোষাল-বাদশা- বিশাল দাদলানি

Indian Idol 16: রায়গঞ্জের রাজবংশী কন্যা বনশ্রী বিশ্বাস ফের খবরের শিরোনামে। গতবার ‘সারেগামাপা বাংলার’ মঞ্চে তাঁর সুরের যাদু দর্শকদের মন কেড়েছিল, কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। তবে থেমে থাকেননি বনশ্রী। এবার আঞ্চলিক মঞ্চ পেরিয়ে পা রেখেছেন জাতীয় মঞ্চে— ইন্ডিয়ান আইডল ১৬-এ।

অডিশন রাউন্ডেই তিন বিচারক— শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশার মন জয় করেছেন এই প্রতিভাবান গায়িকা। ঐতিহ্যবাহী রাজবংশী পোশাক পাটানি পরে, হাতে দোতারা নিয়ে মঞ্চে ওঠেন বনশ্রী। তাঁর পরিবেশনা যেন এক অন্য মাত্রা এনে দেয় অনুষ্ঠানে।

বনশ্রীর পরিবেশনায় ছিল লোকগান ও বলিউডের অনন্য ফিউশন। তিনি গেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’ এবং এস. ডি. বর্মণের জনপ্রিয় হিন্দি গান ‘দিল কা ভ্রমর’-এর মিশ্রণ। দর্শক এবং বিচারক — দু’পক্ষই মুগ্ধ হয়েছেন তাঁর গানে। শ্রেয়া ঘোষাল বলেন,
“তুমি শুধু গান করোনি, তুমি একটা সংস্কৃতিকে তুলে ধরছো!”

বিনোদন
মৃত্যুর আগে কোটি কোটি টাকা রেখে গিয়েছেন, প্রকাশ্যে গোবর্ধন আসরানীর সম্পত্তির পরিমাণ

বনশ্রীর মা পুতুল চন্দ বিশ্বাস ও বাবা বিশ্বজিৎ বিশ্বাস — দুজনেই শিক্ষক। মায়ের হাত ধরেই গানের প্রাথমিক তালিম শুরু। ছোটবেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে গান গেয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

বিনোদন
গত কয়েকদিন ধরে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত অসম, অশান্তির ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করল অসম পুলিশ

তবে সোশ্যাল মিডিয়ায় বনশ্রীর পরিবেশনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ তাঁর প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে কেউ কেউ বলেছেন, “বড্ড সুরে গেয়েছে”।

বিনোদন
জ়ুবিন গার্গের পর আরও এক গায়কের মৃত্যু, মাত্র ৩৫ বছরে প্রয়াত গায়ক ঋষভ টন্ডন,! কী হয়েছিল তাঁর?

এদিন বাদশার সঙ্গে জনপ্রিয় গান *‘বড়লোকের বিটি লো’*তেও পারফর্ম করেন বনশ্রী, যা দর্শকদের আরও উচ্ছ্বসিত করে তোলে।

বিনোদন
বক্সঅফিসে ‘থামা’ ঝড়! প্রথম দিনে কত আয় করল? কতটা পিছিয়ে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’?

সারেগামাপা-র সময় তাঁর অঙ্কভীতি নিয়েও ছিল নানা আলোচনা। এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে কি সেই পুরনো ভয় ফের সামনে আসবে? উত্তর সময়ই দেবে।

বিনোদন
Swastika: চোদ্দো শাক, চোদ্দো প্রদীপে ভূত চতুর্দশী পালন স্বস্তিকার! দেখুন সেইসব ছবি

তবে আপাতত একটাই কথা — বইয়ের অঙ্কে হোঁচট খেলেও, জীবনের অঙ্কের সঠিক সমাধান খুঁজে পেয়েছেন বনশ্রী নিজের সুরের মাধ্যমে। রাজবংশী সংস্কৃতিকে জাতীয় মঞ্চে পৌঁছে দিয়ে তিনি হয়ে উঠেছেন গর্বের প্রতীক রায়গঞ্জের।

ইন্ডিয়ান আইডল ১৬-এর এই রাজবংশী কন্যার পরের যাত্রাপথে এখন চোখ সকলের।

বিনোদন
বাবা ও মেয়ের মুখের গড়ন অবিকল এক, এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই স্বীকার করলেন শ্রীময়ী চট্টরাজ

#IndianIdol16 #BanshriBiswas #RaiganjTalent #RajbanshiCulture #ShreyaGhoshal #VishalDadlani #Badshah #IndianMusic #FolkFusion #SaregamaBangla #IndianRealityShow #MusicJourney

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক