আজ থেকেই তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতা, দুই বঙ্গেই জারি সতর্কতা

ঘূর্ণিঝড় ‘মন্থা’র পরোক্ষ প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা, উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির সম্ভাবনা।

ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না, তবে এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হচ্ছে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতাতেও। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Rain
বৃষ্টি

আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এদিকে, উত্তরবঙ্গেও আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা। বুধবার জলপাইগুড়ি, দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে — বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও আশপাশের জেলায়। শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।

Weather Update
Weather Update

আবহাওয়া দপ্তরের পরামর্শ, আগামী কয়েকদিন ভ্রমণ বা সমুদ্র উপকূলে যাতায়াত এড়িয়ে চলাই নিরাপদ।

খবর
দেশে ২২ ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত, তালিকায় বাংলার দুই

#CycloneMantha #WestBengalWeather #SouthBengalRain #NorthBengalWeather #IMDAlert #KolkataWeather #HeavyRain #CycloneAlert

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক