‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের হাতে ধরা পড়েছিলেন বলেন ‘খবর’, এবার সেই স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংহের সঙ্গে রাফালে সওয়ার হলেন রাষ্ট্রপতি

গত ৭ই মে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ মিশন লঞ্চ করেছিল ভারত। পহেলগামে নিরপরাধ ভারতীয়দের বন্দুকের গুলিতে ঝাঁজরা করে দিয়েছিল পাকিস্তানি জঙ্গি। এই ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছিল দেশ৷ আর সেইসময় ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। আর সেইসময় নাকি পাকিস্তানের হাতে ধরা পড়েছিলেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংহ, এমনটাই দাবি করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। এদিন বুধবার শিবাঙ্গীকে সঙ্গে নিয়েই যুদ্ধবিমান রাফালে সওয়ার হলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারতের এহেন আচরণ স্পষ্ট বুঝিয়ে দেয় যে, মুখে নয়, কাজে করে দেখানোই যেন আসল লক্ষ্য। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সমাজ মাধ্যম সহ সংবাদমাধ্যম দাবি করে শিবাঙ্গীর যুদ্ধবিমান নাকি পাকিস্তানের ফৌজের দ্বারা গুলিবিদ্ধ হয়ে ধরাশায়ী হয়েছে। কিন্তু এতদিন ধরে পাকিস্তানের দাবি করা বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যা তা যেনো স্পষ্ট হলো এদিন বুধবার। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিবাঙ্গী সিংহের সঙ্গে রাফালে সওয়ার হলেন।

গত ৭ই মে থেকে ১০ই মে পর্যন্ত পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলির বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালায় ভারত। সেই অপারেশনে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাটি বিপর্যস্ত ও ধ্বংস হয়েছে। আর ওইসময় পাকিস্তানের সমাজ মাধ্যমের একাংশ ও সংবাদমাধ্যম দাবি করে, পাকিস্তানের ফৌজের আক্রমণে সেখানে ভূপতিত হয়েছেন শিবাঙ্গী। যদিও সেই দাবিকে গত ১০ই মে নস্যাৎ করে নয়াদিল্লি। অবশেষে যেনো গোটা বিশ্বের সামনে ফের যেনো আরও একবার তা স্পষ্ট করল ভারত।

খবর
মায়ের সঙ্গে আর ফেরা হলো না বাড়িতে, ট্রেন থেকে মরণঝাঁপ নদীতে! প্রয়াত যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

শিবাঙ্গী সিংহের জন্ম উত্তরপ্রদেশের বারাণসীতে। পুরোনো এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে শিবাঙ্গী জানিয়েছিলেন তিনি ছোটো থেকেই পাইলট হতে চাইতেন। দিল্লির পালামে বায়ুসেনার সংগ্রহ দেখে তার ইচ্ছে আরও গভীরভাবে তার মনে চেপে বসে। অবশেষে ২০১৭ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন শিবাঙ্গী। তিনি তার প্রশিক্ষণ শুরু করেন বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানের হাত ধরে।

খবর
দর্শনার্থীদের ভিড় সামলাতে জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর, রানাঘাটে মাঝরাতেও চলবে স্পেশাল ট্রেন, রইল তালিকা

#ShivangiSingha #OperationSindoor #India

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক