শনির কোপ, এখনও একবছর আর্থিক ভোগান্তি ৩ রাশির

Saturn's anger, now one year of financial suffering for the person of three signs

গ্রহদের মধ্যে শনি সবথেকে ধীরে গতির রাশি। এক রাশি থেকে আরেক রাশিতে গমন করতে শনি প্রাশ আড়াই বছর সময় নেয়। তাই শনির প্রভাব সবথেকে বেশিদিন থাকে। অনেকেই শনির প্রভাব নিয়ে তাই চিন্তিত থাকেন। শনি ব্যক্তির কাজের ভিত্তিতে ফলাফল দেয়। ২০২৩ সালে শনি কুম্ভ রাশিতে গমন করেছিল। আগামী ২৯শে মার্চ ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করবে। শনির বর্তমানে মকর, কুম্ভ ও মীন রাশিতে সাড়ে সাতী চলছে। ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করার পরই শনির সাড়ে সাতী মুক্তি পাবে। এরপর মীন, কুম্ভ ও মেষ রাশিতে সাড়ে সাতী চলবে।

কুম্ভ রাশি – সাড়ে সাতীর শেষ লগ্নে কুম্ভ রাশির জাতকদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। চাকরিতে বারবার সমস্যা দেখা দেবে। সহকর্মীদের সঙ্গে সমস্যা হবে। এরফলে বড় ক্ষতি হতে পারে। পরিশ্রমের ফল পাবেন না। এছাড়া যারা ব্যবসা করেন তারাও সমস্যায় পড়বেন। এর পাশাপাশি খরচ বাড়বে।

মেষ রাশি – আগামী বছর মার্চে মেষ রাশিতে শনির সাড়ে সাতী শুরু হবে। আর এরপরই সমস্যা বাড়বে। এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি খারাপ হতে শুরু করবে। এছাড়া বড় ক্ষতি হতে পারে। শারীরিক সমস্যা হবে। হাড় সংক্রান্ত রোগ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গ হারা হবেন এবং দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হতে পারেন।

মীন রাশি – মীন রাশিতে শনির সাড়ে সাতীর দ্বিতীয় দশা হবে। এর পাশাপাশি সম্পদ ও কর্মজীবনে সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। নতুন চাকরি খোঁজার চেষ্টা জারি থাকবে। দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন,
*AC ঠান্ডা করছে না? এই কাজ করলেই হু হু করে বেরোবে কুল কুল হাওয়া
*মেয়েদের শরীরে এই লক্ষণ থাকলে প্রেমে ভীষণ চতুর! কি জানাচ্ছে সমুদ্র শাস্ত্র