গত ২১শে জুলাইয়ের সভা থেকেই বাংলা ভাষা প্রতি সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি জানিয়ে দেন, আগামী ২৭শে জুলাই থেকে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বাংলা ভাষার মানুষের প্রতি ভিন রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হবে। সেইমতন এদিন ২৭শে জুলাই থেকে বীরভূমের নানুর থেকে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরে দেশের অন্যান্য জায়গায় বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি সন্দেহ করে ওই ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে।
কাউকে আটক করে, কাউকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে চলেছে। এবার এই ঘটনাকে সামনে রেখে আগামী বিধানসভা ভোটে তৃনমুল নিজের ময়দানকে তৈরি করছে। আর তাই এদিন ২৭শে জুলাই বীরভূম থেকে তৃনমুলের কর্মসূচি শুরু হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে তৃনমুলের নতুন পন্থা যা ভাবাতে বাধ্য করবে সাধারণ মানুষকে। এর কোনো প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা তা সময় বলবে।
২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২৭ জুলাই থেকে একেবারে টানা ভোট পর্যন্ত। ভাষার উপর সন্ত্রাস। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না। মানব না। ভাষা আন্দোলন শুরু করা হবে”। অর্থাৎ তৃনমুলের তরফে এই নতুন ইস্যুকে সামনে রেখে আগামী দিনে বাংলা জুড়ে যে একাধিক কর্মসূচি তারা করবে তা স্পষ্ট। রোববার বীরভূম থেকে এবং আগামীকাল সোমবার বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি থেকে দলীয় কর্মসূচি পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার বাইরে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর সাম্প্রতিক কালে একাধিকবার অত্যাচার নেমে এসেছে। বাংলার একাধিক মানুষকে বাংলাদেশি সন্দেহে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। এর পাশাপাশি বাংলাদেশি সন্দেহে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং পোহাতে হচ্ছে চরম অত্যাচার। এবার এই ইস্যুকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে নিচের গুটি শক্ত করতে ময়দানে নেমেছে তৃনমুল।