আপাতত মুক্তি বর্ষা থেকে, বঙ্গে শীতের আমেজ শুরু কবে থেকে? কী জানাল হাওয়া অফিস

অবশেষে সোমবার রাজ্য থেকে বিদায় নিল বর্ষা। প্রতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অক্টোবরের ১০ তারিখের মধ্যে বিদায় নেয়। তবে এবছর সেই সময়টি একটু পিছিয়ে গেলো। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, গতকাল সোমবার রাজ্য থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরপর ধীরে ধীরে বঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। এদিন মঙ্গলবার পারদ নামল আরও কিছুটা।

গত কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল সোমবারের তুলনায় এদিন মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছে। রাতের দিকে শীত বেশি অনুভূত হচ্ছে।

যদিও হাওয়া অফিস সূত্রে খবর, এখনও রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। আর তার ফলে এখনই বঙ্গে প্রবেশ করছে না শীত। যদিও আগামী সাত দিন রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে। যদিও বর্ষা বিদায় নেওয়ার আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। এর পাশাপাশি দুর্গা পুজো শেষ হওয়ার পরই উত্তরবঙ্গেও বর্ষার জেরে বিধ্বস্ত হয় জনজীবন।

পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমে একাধিক মানুষের মৃত্যু হয়। চলতি বছরে বর্ষার জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গ একাধিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্য। তবে হাওয়া অফিস সূত্রে খবর, গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে বর্ষা। আপাতত কোথাও সর্তকতামূলক আবহাওয়ার কোনও পূর্বাভাস নেই।

error: Content is protected !!