বছর শেষের বড়দিনে এবারে কলকাতার আবহাওয়া অন্যান্য বারের তুলনায় অনেকটাই উষ্ণ কেটেছে। বছর শেষ হওয়ার কয়েকদিনেও শীতের আমেজ দেখা যায়নি শহর জুড়ে। কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টে যেতেই সেই আবহাওয়া উবে গিয়ে কনকনে শীতের আমেজ ছড়িয়ে গিয়েছে গোটা শহর জুড়ে। নতুন বছরের প্রথম দিন থেকে অনেকটাই নেমে গিয়েছে পারদ।
মাত্র দুই দিনে পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এই শীতের আমেজ কতদিন স্থায়ী হবে? কারণ আলিপুর আবহাওয়া দফতরের তরফে নতুন শঙ্কার কথা জানানো হয়েছে। ফের বঙ্গে প্রবেশ করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে ফের পারদ উর্ধ্বমুখী হতে পারে। আর এর ফলে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের আমেজ ফিরলেও কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে। শুক্রবার কিংবা শনিবার পর্যন্ত এই শীতের আমেজ থাকবে। তারপর ফের পারদ চড়বে। আর তাতে করে কনকনে ঠান্ডা উবে যেতে পারে। এদিন বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমের জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিন উত্তরবঙ্গেও পড়বে জাঁকিয়ে শীত। এদিন কালিম্পং-এর তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ও দার্জিলিং-এর তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছে। কিন্তু শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না। সপ্তাহান্তে ফের বাড়বে উষ্ণতা।
বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তুরে হাওয়া। আর এরফলে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। উষ্ণতা যেমন বাড়বে তেমনই বাড়বে কুয়াশার দাপট। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট দেখা যাবে। এর পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা তুষারপাতের সম্ভাবনা।